আমাদের কথা খুঁজে নিন

   

বিচার বিভাগের বিচারের কি হবে???



বিচার বিভাগের বিচারের ব্যাবস্থা না হলে কোন লাভ নাই। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হল চোর বাটপারদের জন্য, আমি আপনি কখনো ওখান থেকে কোন বিচার পাব না... রাজনীতিক আর ব্যাবসায়ী যারা বাজে লোকদের নতুন ট্রেড মার্ক এরাই ঔ দুই কোর্টে সমাদৃত.. কামাল হোসেন, রো.উদ্দিন রা বায়ুত্যাগের মামলার জন্য ও দৌড়ে সুপ্রিম কোর্ট চলে যান আর সাধারনেরা খুন এর মামলার জন্য থানায় ও সুযোগ পায় না কোর্ট তো দুরের কথা.. জর্জদের কাহনীতো জানাই আজ ও এক প্রধান বিচারপতির কাহিনী ছাপা হয়েছে, অথচ আমরা কিছু বললে দোষ ( হু, আ. এর হয়রানী দ্রষ্টব্য) আর উকিল ব্যারিস্টার রা তো মিথ্যার ব্যবসা করে টাকা দিবেন তো কোরান ও মিছা লেখছে রায় করাইয়া দিবে.... কি করবেন বাইর করেন....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.