আমাদের কথা খুঁজে নিন

   

=সর্পিল সময়ে বসন্তের দিন গুণি

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

সাপের শীতল গায়ের সাথে গড়াগড়ি দেয়া কনকনে এই সর্পিল গতীয় সময়ে আমরা অনুভব করি পূর্বপুরুষের বাণীর উষ্ণতা! ঠকঠকে বরফীয় দিন-দুপুরেও উঁকি দিয়ে উঠে লবনাক্ত ধারা; যেন অতীত নবরূপে বর্তমান। ১৪০০ বছরের ইতিহাসের দগদগে ক্ষতগুলো অসতর্ক, উদারতার বিপরীতের 'গাদ্দার'-'মীরজাফর' শব্দগুলো প্রতিধ্বনি তোলে ব্যাথার দেয়ালে দেয়ালে, যন্ত্রণা মিশ্রিত অবরোধ হয়, হরতাল হয় পীচঢালা পথেরা পান করে লোহিত সাগর! ঝটপট মাটিতে প্রোত্থিত হয় তারা; যারা সময়ের বাঁকে ফুল ফোটাতে চেয়েছিল অথবা বিপরীতে বিফলিত বিরূপতার অবসান। কারা দুর্গ ভেঙ্গে মেরু ওপারের বাসিন্দা হতে চায় কারা অশরীরি নটরাজ অথবা আঁধারের প্রেতাত্মা? অবশেষে দুয়ার খুলে যায় সঞ্চিত শক্তির বৈধ হয় অপব্যবহারের নিষিদ্ধ সঙ্গীন; বুকে আগলে রেখে সে বুকেই চালিও না ছুরি আর! মিষ্টি বাতাসে এখনো বসন্তের আগমনী সুগন্ধ এবারে আমাদের সাগর কুলীয় সুন্দর বনে বনে সুন্দরীরা সাজবে তো? নতুন পাতারা ঘিরে রাখবে তো আমের মুকুল, কৃষ্ণচূড়ার সাথে সোনালী রোদের হবে কি সংলাপ? আমরা অপেক্ষমান প্রতিদিন, প্রতিক্ষণ- আমাদের বসন্ত আসবে, আমাদের কোকিল ডাকবে বলে! -১৭.১০.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব। ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।