আমাদের কথা খুঁজে নিন

   

সর্পিল আঁধার

সর্পিল আঁধার
কুন্ডলী পাকিয়ে
ধরেছে বিষাদের ফণা

ফণার ছোবলে
দুখের কবলে
হৃদয় কষ্ট কণা

কণার আঁচড়ে
ক্ষত -বিক্ষত
জানো কি একজনা

জেনে আর কি হবে
যায় দিন ভেবে ভেবে
দুঃখ যখন করেছি আপন
দুঃখ আমারি রবে

জ্বালাময়ী এই বিষে
জ্বলছি অহর্নিশে
জ্বলছি যখন জ্বলবো আরো
যায় আসে কার কিসে

তবুও অবচেতনে খুঁজি
স্বপ্নিল সুখো ওঝা
আর হারে হারে বুঝি
সুখ নয় রে এতো সোজা

ওরে আঁধার
তুই নাগরূপ ছাড়
হয়ে যা নিঃশেষ

আলোর ধরায়
আঁধারে না ঢাক
দিয়ে কুৎসিত ওই ব্যাশ::.....

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।