আমাদের কথা খুঁজে নিন

   

কিংকর্তব্যবিমূঢ়

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

সকাল বেলা থাইকা মুডটা বাজে রকম অফ। ঠান্ডা আবহাওয়া, বিছানা থাইক্যা উঠবার ইচ্ছা করতাছিল না। উঠলাম খালি পেটের ধান্ধায়। মোবাইলে এলার্ম দিয়া রাখছিলাম, "ও আমার ময়না গো" রিংটোন।

একটা রোমান্টিক গান দিয়া ঘুম যেন ভাংগে। মাগার, সকালে কেড়কেড় টাইপের এক ঝালাপালা টাইপের কি যেন এমন বাজন বাজল যে, উঠ্ঠাই আছাড় দিতে মনে কইছিল। শালার, এলার্ম বন্ধ করি কিন্তু কিছুক্ষণ বাদে আবার বাইজ্যা উঠে। এতো দেহি মহা ফ্যাকড়া। কোন মতে গড়াগড়ি কইর‌্যা মোবাইল যেই না ধরছি, শালা গেল হাত থাইক্যা পইড়্যা।

জাস্ট, তিন টুকরা। ঘটনা,এখানেই শেষ না! হেরপর: পানি খাইত্যে গিয়া কাচেঁর গ্লাস,দরজা খুলতে গিয়া ছিটকানি খুলল, পানির নব ঘুরাইতে গিয়া নব হাতে আইয়্যা গেল। যাই ধরি, তাই শেষ। এত ডরাই ছিলাম রে ভাই, প্রকৃতির ডাকেও যাইতেও টেনসান। কই না কই হাত লাইগ্যা যায়, আবার না!!!!!!!! বিঃ দ্রঃ উদাসী বান্দর দ্বারা উত্তসাহিত।

হাহা...মাইন্ড খাইয়েন না, উদা ভাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।