আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেনের খাবার। সুন্দরী ললনার বুদ্ধি।

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

এক পরমা সুন্দরী ললনা। আর তার দরিদ্র পিতা। দরিদ্র পিতা গ্রাম্য মহাজনের কাছে ঋনগ্রস্থ। সুদ আসলে চক্র বৃদ্ধি হারে বেড়ে এমন অবস্থায় পৌছেঁছে যে সারাজীবনেও আর দরিদ্র পিতার ঋনমুক্তি সম্ভব না। (অনেকটা আমাদের বিশ্বব্যাপী উন্নয়নের মডেল গ্রামীন ব্যাংকের মতো)।

এ ঋনের ভূত একবার মাথায় চেপে বসলে আর নামেনা,কবরে না যাওয়া পর্যন্ত। জনাব মহাজন, খেয়া নৌকা পার হয়ে কৃষকের ঘরে হাজির। গরীব পিতার এক জবাব,২০০০ টাকায় আমি আপনারে ৫৩২২টাকা দিয়েছি। গতমাসে আমার হালের গরু আপনি নিয়ে গেছেন,এখন আমার টাকাও নাই, সম্বল ও নাই। আপনি গরীবের বাপ,আমারে মাপ করেন।

গরীব চাষি,তার অপরুপা কন্যা,গ্রাম্য মহাজন আর বিশিষ্টজনেরা খেয়া নৌকায় বসেছেন। ধীরে ধীরে চলছে নৌকা। নদীতে অল্প অল্প ঢেউ। সেই ঢেউয়ের ধাক্কা যত না লাগছে নৌকায় ,তার চেয়ে বেশী লাগছে কৃষকের মনে। গ্রাম্য মহাজন হঠাত বলে ওঠেন-আমার কাছে দুইটি পাথর আছে।

একটি হলো সাদা রংয়ের আর আরেকটি কালো রংয়ের। এই দুটি পাথর আমি আমার টাকার থলেতে রাখবো। এখন কথা হলো- ১। তোমার মেয়ে যদি-চোখ বন্ধ করে হাত দিয়ে কালো পাথর উঠায় তাইলে আমি তোমার মেয়েকে বিয়ে করবো,বিনিময়ে তোমার সমস্ত দেনা মওকুপ করে দিব। ২।

আর মেয়ে যদি সাদা পাথর ওঠায় তাহলে আমার কাছে মেয়েকে বিয়েও দিতে হবেনা আর দেনা ও মাপ হয়ে যাবে,পরিশোধ ও করতে হবেনা। ৩। আর মেয়ে যদি পাথর ওঠাতে অস্বীকার করে তাহলে কৃষকের কারাভোগ। এ কথা বলেই ,বুইড়া মহাজন-দুটি কালো পাথর টাকার ব্যাগে রাখলেন সবার অলক্ষ্যে। কিন্তু,চোখ এড়ায়নি সুন্দরী ললনার।

সে ঠিকই খেয়াল করলো দুটি পাথরই কালো। কিন্তু সমস্যা হলো দুটি পাথরই যে কালো এ কথা কাউকে বলা যাবেনা। ফোকলা,সুদি ব্যবসায়ী বুড়া হলেও মহাজনকে সবাই একজন সত লোক হিসাবেই জানে। সারাদিন রামায়নের পর এবার আপনার ব্রেনের খাবার। এ অবস্থায় আপনি হলে কী করতেন? পাথর ওঠানো অস্বীকার মানে কারাভোগ, আর কালো পাথর ওঠালে ফোকলা বুড়ার সাথে বিয়ে, আর নিশ্চিত ব্যাগে কোনো সাদা পাথর নেই।

গল্পের মোরাল এবং উত্তর জানতে নীচে স্ক্রোল ডাউন করুন। ১। মেয়েটি একটা পাথর হাত দিয়ে উঠালো,তারপর টুপ করে তা নদীর পানিতে ফেলে দিল। এবার সবার দিকে চেয়ে বললো- ব্যাগে দুই রংয়ের পাথর ছিলো-কালো আর সাদা। এখন ব্যাগের ভিতর যদি সাদা পাথর থাকে তাহলে আমি কালো পাথর উঠিয়েছি যা পানিতে পড়ে গেছে।

আর ব্যাগে যদি কালো পাথর থাকে,তাহলে আমি সাদা পাথরই উঠিয়েছি যা পানিতে পড়ে গেছে। এবার আপনারা সবাই দেখুন ব্যাগের মাঝে কোন রংয়ের পাথর আছে। মোরালঃ সুন্দরী মেয়েদের বোকা ভাবতে নেই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।