আমাদের কথা খুঁজে নিন

   

মাগো আমারই ভুল ছিল...

কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা

তোমায় রক্ত দিয়ে বাঁচিয়েছি মাগো, যখন রক্তের জন্য হাহাকার, হাসপাতালের বেডে শুনেছি তোমার আর্ত চিতকার। ডাক্তার পিশাচে চেয়েছিল তব বধিতে অবহেলায়, তোমার বড় ছেলের হুংকারে তারা কেঁপেছিল সে বেলায়। আমি শুনেছি সে হুংকার দেখিয়াছি মানব রূপ, তোমার দেহেতে রক্ত দানে ছিল না কেহই চুপ। তুমি .... বাঁচলে তাদের রক্তে। তুচ্ছ তোমার সব ছেলেরে দিয়াছিলে তুমি থাকতে, আমি করেছিনু প্রতিবাদ..... তেমার কমবখত যত পাষান ছেলেরে দিতে চেয়েছিনু পাঠিয়ে বাহিরে , সেই সে প্রথম প্রভাত। কিন্তু... কয়েছিল থামো, বড় ছেলে তব, ঘরের সবকিছু অগোছানো একবার তরে ভাব, আগে ঘর গুছায়ে তবেই সালিশ আমি ডাকি, কিন্তু তারা দিল ফাঁকি, তোমার ছেলেরে করিল বাহির সারা জনমের লাগি। আমারই তো ভুল ছিল মাগো আমারই তো ছিল ভুল , তাদের শাসন করিনি প্রথম রাতে তাই আজিকের দিনে তাহাদের হাতে ভাঙ্গিছে আমার কুল। (উতসর্গ..... জীবিত কাউকে করতে পারছিনা বলে দু:খিত)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।