আমাদের কথা খুঁজে নিন

   

সুইডেনে ভর্তির খুটিঁনাটি তথ্য.......

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

আমি আজকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে ভর্তির কিছু টিপস..শিরোনামে একটি ব্লগ পোষ্ট করেছিলাম...সময়ের অভাবে তখন সুইডেনে ভর্তির ব্যপারে লিখতে পারিনি যা এই পোষ্টে লিখছি.... আমার জানামতে, ইউরোপের মধ্যে সুইডেনে ভর্তি প্রক্রিয়া অনেক সহজ এখনো পর্যন্ত..তবে দিন দিন সবকিছু কঠিন হচ্ছে। যাই হোক যাদের ইচ্ছা আছে দ্রুত চেষ্টা করাই ভাল। সুইডেনে কেন পড়বেন? ১.সুইডেনে ভর্তি প্রক্রিয়া অনেক সহজ ২.সুইডেনে উচ্চশিক্ষার জন্য এখন পর্যন্ত টিউশন ফি নেই তাই শুধু থাকা খাওয়ার খরচ হলেই আপনি পড়াশুনা চালাতে পারবেন। ৩.সুইডিশদের মানসিকতা ইউরোপের অন্য যেকোন দেশের চেয়ে অনেক ভাল। ৪.সুইডেনে পার্টটইম কাজের সুযোগ কম কিন্তু একটু খোজাখুজি করলে আর কষ্ট করার মানিসিকতা থাকলে কাজ যোগার করা সম্ভব এবং যেহেতু টিউশন ফি নাই তা দিয়ে সহজেই থাকা খাওয়ার খরচ মেটানো যায়। অসুবিধা: সুইডেনের আবহাওয়া খুব ঠান্ডা তাই প্রথমদিকে এডজাস্ট করতে একটু সমস্যা হয়। সুইডেনে ভর্তির জন্য ইন্টারনেট ই যথেষ্ট। তাই যারা আগ্রহী তারা নিচের ওয়েবসাইটটিতে সুইডেনের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা পাওয়া যাবে... Click This Link তাছাড়া কেউ সরাসরি কিছু জানার জন্য যোগাযোগ করতে নীচের ই-মেইলএ মেইল করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.