আমাদের কথা খুঁজে নিন

   

কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি?

(",)('.')(,")

কর্তৃপক্ষের নিকট একটি আবেদন। প্রথম পাতা, রেজিষ্ট্রেশন, বাংলা লেখা খুবই সহজ, নোটিশ বোর্ড, কোন সমস্যা এই বিভাগগুলির সহিত “ব্লগিয় সাহায্য” অথবা “জেনে নিন” এইরূপ একটি বিভাগ খোলা যায়কি? কারন প্রায়ই দেখা যায় যে অনেকেই লিঙ্ক দিতে জানেন না বিধায় লিঙ্ক কেমনে দেয় এইরূপ পোস্ট দিয়া থাকেন। আমিও লিঙ্ক দিতে জানিনা হয়ত অনেকেই জানেন না। এখন যদি আমি লিঙ্ক কেমনে দেয় বলিয়া পোস্ট দেই কিছুদিন পর হয়ত নতুন আরেকজন ব্লগার একি সমস্যায় পড়িয়া একি রকম পোস্ট দিতে পারেন। অতঃপর পরবর্তিতে নতুন আরেকজন আসিয়া একি কান্ড ঘটাইতে পারেন অথবা অন্যের ব্লগে গিয়া এই বিষয়ে চিল্লাফাল্লা করিতে পারেন।

যা অন্যের বিরক্তির কারন হইতে পারে। কাজেই “জেনে নিন” বিভাগে এইরূপ আরও বিষয় বিস্তারিত তুলিয়া ধরিলে যে কেহ সহজেই এইসব বিষয় সম্পর্কে জানিতে পারিবে। কোন সমস্যার এফ.এ.কিউ তে অনেক বিষয়ে বলা থাকিলেও তাহা কোন সমস্যা হইতে এই “জেনে নিন” বিভাগে স্থানান্তরিত করিলে তা সহজেই সবার দৃষ্টিগোচর হইবে। এই বিভাগে যেইসব বিষয় সম্পর্কে বিস্তারিত বলা থাকিতে পারেঃ ১. লিঙ্ক কিভাবে দেয়? ২. পোস্টে ইউটিউব ভিডিও কিভাবে যোগ করবেন? ৩. কোন পোস্টকে কিভাবে প্রিয় পোস্ট হিসেবে যোগ করবেন? ৪. আপনার লিখাগুলির বিভিন্ন ক্যাটাগরি কিভাবে করবেন? ৫. মন্তব্যের ঘরে ইমোটিকনস কিভাবে দিবেন? আপাতত এই কয়টা মাথায় আসিয়াছে। আপনারা কেউ কোন পয়েন্ট যোগ করিতে চাহিলে মন্তব্যে যোগ করিতে পারেন।

আরেকটা বিষয় তুলিয়া ধরিতে চাই তাহা হইল, অনেক সময় দেখা যায় একজন ব্লগার একসাথে অনেকগুলি পোস্ট করিয়া থাকেন যাহাকে ফ্লাডিং বলা হইয়া থাকে (অনেকে হয়ত না বুজেই করে থাকেন)। এইরূপ কি কোন ব্যবস্তা করা যায় যাহাতে একজন ব্লগার একটি পোস্ট করিবার পরবর্তি ৫ অথবা ১০ মিনিট এর মধ্যে ২য় কোন পোস্ট করিতে পারিবেনা। (এই বিষয় তুলিয়া ধরিয়া কেহ পোস্ট দিয়াছেন কিনা আমার জানা নাই। যদি দিয়া থাকেন তাহা হইলে অধিক পান্ডিত্য দর্শানোতে দুঃখিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।