আমাদের কথা খুঁজে নিন

   

উষ্ণ সংবাদ

তারিক ওয়ালি, স্টাফ রিপোটার, দৈনিক হাবিজাবি। সম্প্রতি এক শ্রেনির মানুষদের দেখা যাইতেছে যাহারা ডিজিটাল ভিক্ষাবৃত্তি চালুু করিয়াছেন। তাহারা টাকা-পয়সার বদলে “লাইক” ভিক্ষা করিয়া দিনাতিপাত করিয়া থাকেন। সামাজিক ওয়েবসাইট ফেসবুককে ভিক্ষাক্ষেত্র বানাইয়া যারপরনাই আনন্দ ও পাইতেছেন বলিয়া মালুম হয়। উহারা কেনই বা এমনটা করিবেন না? আমাদের দেশে জনসংখ্যা যেইহারে ক্রমবর্ধিষ্ণু ঠিক সেই হারেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়িতেছে হু হু করিয়া।

এই ভিক্ষাবৃত্তি করিয়া যদি দুই-চার পয়সা আয়-রোজগার হইয়া থাকে তাহাতে মন্দ কী? ভাবিতেছি আমিও কি ভিক্ষাবিপ্লব চালু করিব? এই যেমন ধরিয়া লন, যাহারা পেইজের মালিক উহারাতো পেইজে নানাবিধ রসালো কথা বলিয়া কিংবা জ্ঞান বিতরণ করিয়া ভিক্ষা করিয়া থাকেন ; আমি যদি পেইজ ছাড়াই ভিক্ষা করিয়া থাকি তাহা হইলে কেমন হইবে? (যেমন : এই লেখাটা পড়িয়া ভালো লাগিলে লাইক কোপান। ) তাহাই এখন ভাবিবার বিষয়। মনে হইতেছে অদূর ভবিষ্যতে এই ভিক্ষাবৃত্তি শিল্প হিসাবেই আত্মপ্রকাশ করিবে। যাহার নাম আমরা নির্ধিদ্বায় “ভিক্ষাশিল্প” দিতে পারি। আশা করিতেছি পাঠকরাই উহার সমাধান দিবেন।

জয় ভিক্ষাক্ষেত্র!!! জয় ফেসবুকদল!!! জয় ভিক্ষুকলীগ!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।