আমাদের কথা খুঁজে নিন

   

উষ্ণ ছোঁয়া

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা।

আমি অপেক্ষায় তোমার অনেকদিন প্রিয়, অপেক্ষায় অপেক্ষায় হয়রান আমার দম ভারি হয়ে এল বলে বন্ধু, অপেক্ষার ভার বড় অসহন অপেক্ষায় তোমার গোলাপের রজনীগন্ধার, বেলিফুলের ঘাসফুল আরো অনেক নাম নাজানার অপেক্ষা, তোমার আগমনের আমার এখনো এজীবন যৌবন ফুরোয়নি বন্ধু প্রদীপের সলতে বড় গাঢ় হয়ে আছে তোমার উষ্ণ আবেগের অপেক্ষায় আমার এ হৃদয় বড় কাতর হয়ে আছে বন্ধু - তোমার উষ্ণতার ছোঁয়ার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।