আমাদের কথা খুঁজে নিন

   

সোনার স্বপ্ন, সোনালী দিনের আশায় বাধি বুক

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

রুদ্ধ বাতায়নে বসে স্বপ্ন দেখি মুক্ত বিহঙ্গের মিরপুরের বন্দিশালায় বসে চিত্র আঁকি বসন্ত বেলার অম্বরে পেখম মেলা কোকিল। পঙ্গু সামর্থ নিয়ে করি কল্পনা স্বর্ণ পদকের লাইনে গ্যাটলিন পেছনে ফেলে বিশ্ব রেকর্ডের দরবারে হবে, হবেই পদচারনা। (আমাদের) কল্পনা, স্বপ্ন, আল্পনা মিলে মিশে একাকার এই, এখানে। আমি, তুমি, তোমরা, আমরা ভুলে সব যন্ত্রনা শুধু একটি স্বপ্ন পুরনের শর্তে জাতি সত্ত্বার স্বার্থে হই জড় নির্বাচনের স্রোতে, জানি না উপজাতি আর জাতিতে কোন বিয়োগ ফল আছে কিনা , জানি না বৈঠা আর কাস্তেতে কোন বিরোধ আছে কিনা শুধু জানি, রক্ত øস্নাত লাল সবুজের মান রাখতে জীবনের প্রয়োজনে হই বলি, শুধু জানি, ব্যক্তি পণের বিসর্জনের গড়ব জাতির লহু, গড়বো সোন মোড়া বাংলা, যদি মরণের মাড়াতে হয় গলি। এত ত্যাগ, লাশ, নুর হোসেন বিসর্জন, কিন্তু কেন জানি না, কোন বিনিময়ে আমলারা বেচে দেয় আবেগ টানবাজারের পতিতা হাটে জানি কোন হাত গুলো মায়ের সোনা, তার পবিত্র অঙ্গ হতে কাটে; চারদিকে ঘন গভীর কুয়াশা এ ভারি বর্ষন -বজ্রপাতের অবরোধে বসে দৃর্ষ্টিহীন সীমা।

তারপরও স্বপ্ন দেখি আমি সোনালি সকালের, মুক্ত বিকেলে মোনালিসার ছন্দে নৃত্য রত ঘুড়ির মত শিবলি; এত দূনীর্তি তারপরও কেউ কেউ কল্পনা আকায় বিশ্ব দরবারে উচিঁয়ে সোনার ফলক তারপরও, আশিফ অত্যাচারিত হাতে রাইফেল ধরে ছিনিয়ে আনতে সোনার মুকুট। ব্যথা পায়ে ছুট দেয় দুর্দান্ত আক্রমনের দিকে মাশরাফি বিশ্বজয়ে ক্যারাবীয়ান দ্বিপের কঠিন প্রতিপক্ষকে করে তুচ্ছ। তারপরও, বঙ্গিয় শান্তিতে কেউ কেউ ভরিয়ে তোলে বিশ্ব । তারপরও কেউ কেউ জাগিয়ে তোলে আশা নস্টামীর চোর হাতগুলোকে পড়ায় শেকল, শান্তিতে ভরতে চায় সোনার বাসা। কেউ কেউ সত্যকে প্রকাশে উপেক্ষায় ক্ষমতার দাপট, এদের সোনালী স্বপ্নেই আমরা ব্যর্থতার রাত শেষে আবারও জেগে উঠি নব নবান্নে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.