আমাদের কথা খুঁজে নিন

   

চোরের ও জাত আছে, ঘটনা কি?

বানরই মানুষের পুর্ব পুরুষ

" আরাফাত রহমানকে কারাগারে ডিভিশন দেয়ার ব্যাপারে বলা হয়, জেলকোডের ৯১০ ধারার বিধানে বলা আছে, যারা আধুনিক ও অভিজাত পরিবেশে বড় হয়েছে, তাদের জীবন ধারনের মান বিবেচনায় কারাগারে তারা ক্লাস-ওয়ান শ্রেণীতে স্থান পাবেন। " উপরের বিধি পড়লে বলা যায় চোরেরও জাত আছে। কেমনে কি? শালার গনতন্ত্রে সবাই সমান। কেন অভিজাত চোরেরা বেশী সুবিধা পাইবো, ১ মাত্র সেফটি ছাড়া তাগো কি সাধারন কয়েদী গো মতো ট্রিট করা উচিত। খালেদা হাসিনা কেনো সাব-জেলে রানীর হালতে থাকব। আইন সকলের জন্য সমান হওয়া উচিত। এগুলানরে তো আরো বেশী শাষ্তি দেওয়া উচিত কেননা জনগনের বিশ্বাস ভেন্গে এরা চুরি করসে। শালার বাংলাদেশ চোরের ও জাত আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.