আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরব রিয়াদে, ডঃ মোহাম্মদ ইউনূসের আগমন। হয়ে যেতে পারে রিয়াদ ব্লগারদের লাইভ আড্ডা ।



যিনি নোবেল পুরস্কার পেয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন। এদিক থেকে, আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি। ডঃ মোহাম্মদ ইউনূস, আমি যতটুকু জানি সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালালের আমন্ত্রনে সৌদি আরব আসছেন। এবং আগামীকাল বৃহঃ প্রতিবার হোটেল মেরিয়টে সম্বর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে। আমরা যারা প্রবাসে আছি , আমাদের তেমন আড্ডা দেওয়া হয় না।

সৌদি আরব রিয়াদে বাংলাদেশীরা বৃহঃপ্রতি বার এবং শুক্রবার, আড্ডা দিতে বাথায় একসাথ হয়। কিন্তু আজকাল বাথায় আমাদের অনেকেরই যেতে আগ্রহ হয় না। আমাদের কিছু দেশী ভাইয়ের অপকর্মের কারণে পুলিশি কড়াকড়ি ঐ খানে একটু বেশি। এবং জায়গা কম কিন্তু মানুষ বেশি হওয়ায় বিড়ের মাঝে দাড়ানোটাই অনেক কষ্টদায়ক হয়। বাথা মার্কেট থেকে রুমে পিরে এসে দুই ট্যাবলেট ব্যতীত মাথা ব্যথা সেরে উঠেনা।

তাই বাথা মার্কেটেও তেমন যাওয়া হয় না, এবং আড্ডা ও হয়না। অন্যান্য ব্লগার'রা মিলে ত্রিভুজ ভাই দুই দুই বার আড্ডা দিয়ে, ব্লগে তা প্রকাশ করায়, মনেহলো আমরা প্রবাসে খুব মিস্ করছি আড্ডা । সকল ব্যস্ততার পর নিজেকে রিফ্রেস করার জন্য আড্ডা দিতে কারইবা মন না চায়। এই রিয়াদ থেকে আমরা অনেক ব্লগারই ব্লগাই, আমাদের এখানে হতে পারে না একটা লাইভ আড্ডা? আগামীদিন ডঃ মোহাম্মদ ইউনুসের সম্বর্ধনা অনুষ্ঠানের পর হতে পারে হোটেল মেরিয়টে আড্ডা । রিয়াদের ব্লগার ভাইদের মন্তব্য আশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.