আমাদের কথা খুঁজে নিন

   

মাংসের গন্ধ

/

তার একটা রেফ্রিজারেটর আছে । সার সরিয়ে কিনেছেন ডিপ ফ্রিজারে ঘামের গন্ধ, কুত্বার গন্ধ, শুয়োরের গন্ধ গন্ধ শুঁকে তিনি বোঝেন না কোনটা ফ্রেস আর কোনটা পুরান তিনি প্রতিদিন ফ্রিজারে কিছু রাখেন তিনি তা থেকে যৎকিঞ্চিৎ খাবেন ডোরটা ফের বন্ধ করে আয়েশ করে পা নাচাবেন। তেলতেলা ঐ পা দেখে হাতের চেটোয় সুড়সুড়ি জিভের তলা লালায় ডোবা পেটের মধ্যে ভুড়ভুড়ি জনাব যদি চোখ তুলে চান কুতকুতে ঐ চোখ দিয়ে গায়ের মাংস চেছে তুলে নিজেই রাখব ফ্রিজারে রাস্তাঘাটের সুরকি গেছে গাছের বহর বেশ বেড়েছে বাজারে এত নতুন কিছু অঢেল বহুত রাখি কিছু স্টোরে, রাখব কিছু ডিপ ফ্রিজারে। নিচের তাকে ফলের বহর আপেল আঙুর গঞ্জো গ্রামের নেতার হাতে দইয়ের পুকুর একটু যদি চেখে দেখেন সর্বভূকের জিভ দিয়ে ত্রানের টিনের পাহাড় তুলে মাংস দেব রেফ্রিজারে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।