আমাদের কথা খুঁজে নিন

   

পিকনিক স্পট টেংরাটিলা গ্যাস ফিল্ড

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

প্রায় ২৩ বছর পূর্বে উৎপাদন স্থগিত এবং সম্প্রতি সময়ে নাইকোর কার্যক্রম নিয়ে তোলপাড় হওয়া জালালাবাদ গ্যাসের টেংরালিয়া প্রকল্পটি সিলেটের সুনামগঞ্জবাসীর জন্য পিকনিক স্পট হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন দূর-দূরান্তের অসংখ্য মানুষ গ্যাস ফিল্ডটি দেখার জন্য ভিড় করছেন। পিকনিক করার পাশাপাশি ভ্রমণ পিপাসুরা গ্যাস উত্তোলন ও আবিষ্কারের তথ্য জানার চেষ্টা করছেন। ১৯৫৪ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিস্কৃত হয়। ১৯৫৯ সালে তৎকালীন ছাতক থানার অন্তর্গত বর্তমানে দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় আবিস্কৃত হয় ২য় গ্যাস ক্ষেত্র।

কিন্তু গ্যাস উত্তোলন শুরু হয় প্রথম টেংরাটিলা থেকেই। ১৯৬০ সালে টেংরাটিলা গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহ করা হয় ছাতক সিমেন্ট কোম্পানীতে। তখন প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। ২৫ বছর এভাবে গ্যাস সরবরাহ করার পর ’৮৫ সালে প্রকল্পটির উৎপাদন স্থগিত করা হয়। তখন থেকে এটি পরিচালিত হচ্ছিল সরবরাহ স্টেশন হিসেবে।

২০০৪ সালের শেষেরদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম এপেস্নারেশন এণ্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপে) এবং কেনাডিয়ান কোম্পানী নাইকো রিসোর্স বাংলাদেশ লিঃ এর মধ্যে ২৫ বছর মেয়াদি এক চুক্তির মাধ্যমে টেংরাটিলায় আবারো গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়া হয়। এর পূর্বে আশির দশকের মধ্যভাবে টেংরাটিলায় আবারো গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু গ্যাসের সঙ্গে বালি ও পাথর উঠে এলে তা গুটিয়ে ফেলে পেট্রোবাংলা। চুক্তি অনুযায়ী গ্যাস উত্তোলনের সমস্তô খরচ বহন করবে নাইকো। এজন্য তারা তিন কি·মি· রাস্তôা, তিন ব্রিজ, গ্যাস ফিল্ডের সীমানা প্রাচীরসহ অবকাঠামো উন্নয়ন করে ২০০৫ সালের জানুয়ারি মাসের প্রথমদিকে কূপ খননের উদ্যোগ নেয়।

কিন্তু ৭ জানুয়ারি ৫৬০ মিটার গভীরে যাওয়ার পর গ্যাসে আগুন ধরে যায়। পরবর্তীতে নাইকো রিলিফ কূপ খননের উদ্যোগ নেয়। এবং ২৩ জুন রাতে গ্যাস ফিল্ডে পুনরায় বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আন্দোলনে নামেন।

সরকার বেশ কয়েকটি তদন্তô কমিটিও গঠন করেন। তদন্তô কমিটির রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে ক্ষতিগ্রস্তôদের কিছু ড়্গতিপূরণ দেয়া হয়েছে। বর্তমানে এখান থেকে যে কোন সময় গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার প্রহর গুনছে সবাই। ছোট ছোট টিলার পাদদেশে মনোরম পরিবেশে অবস্থিত টেংরাটিলার প্রতি একটু নজর দিলেই এখানে গড়ে উঠতে পারে একটি আদর্শ পর্যটন কেন্দ্র।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।