আমাদের কথা খুঁজে নিন

   

কমলা দাস এখন কমলা সুরাইয়া।

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

কমলা দাস এখন কমলা সুরাইয়া। আধুনিক ভারতের সাবচাইতে নামকরা কবিদের একজন। ১৯৮৪ সালে নোবেল সাহিত্য পুরস্কারের জন্য সর্ট লিষ্টেড হয়েছিলেন। অনেকগুলো পুরস্কারের মধ্যে এশিয়ান পোয়েট্রি প্রাইজ, কেন্ট এওয়ার্ড অন্যতম। ইংরেজী আর মালাইলাম দুই ভাষাতেই লেখেন।

কেরালায় জন্মগ্রহনকারী এই কবির তার ছোটগল্পগুলো লেখেন, মাতৃভাষায়। স্পষ্টভাষী এই লেখিকা নারীদের অনেক না বলা কথা বলেছেন নির্ধিদ্বায়, সমাজের তোয়াক্কা না করেই। তাই নারীবাদী লেখিকাও হয়ত বলা যায়। তাই সমাজবিদ আর সাহিত্যকিদের মধ্যে আলোড়নের সৃষ্টি হল যখন তিনি ১৯৯৯ সালে ইসলাম ধর্ম গ্রহন করলেন। অনেকেই বিস্মিত হল এই ভেবে প্রথাবিরোধী এই লেখিকা যিনি তার লেখায় এবং চিন্তায় স্বাধীনচেতা ছিলেন কনজারভেটিভ ইসলামে নিজেকে সমর্পন করলেন কিভাবে।

কথিত আছে একটি মুসলিম ছেলেকে তিনি পালক হিসাবে নিলে তাকে তার ধর্মে দীক্ষিত করার ব্যবস্থা করেন। এবং সেসময়ই তিনি ইসলাম ধর্মের ব্যপারে অবহিত হন। এখন তিনি বুরখা পড়েন, নারীবাদীদের বিরুদ্ধে কথা বলেন। কেরালার মুখ্যমন্ত্রী তার বাসায় গিয়েছিলেন তিনি যেন কেরালা ছেড়ে চলে না যান। শেষমেষ তিনি পুনায় নতুন আবাস গড়েছেন।

বিভিন্ন রকম হুমকির কারনে এখন তাকে কঠোর নিরাপততার মধ্যে থাকতে হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।