আমাদের কথা খুঁজে নিন

   

কমলা চেয়ার

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি ভেসে থাকা কমলা চেয়ারে চেপে ছুঁতে চেয়েছি কৃষ্ণগহব্বর যেন মাঝরাতের উন্মুখ পতিতা হাতড়ে বেড়াচ্ছে এক আধজন দামী খদ্দের তখনো টলেমির সাত আসমান থেকে নেমে আসেনি কোন ত্রাতা এমনকি পেছন থেকে ডেকে ওঠেনি কোন রাবিন্দ্রীক পুরোহিত শুধু পৃথিবীর গোঙানীর শব্দ বাড়ি খেয়েছে উড়তে থাকা উপগ্রহের পাখায় আর বোকা-বাক্সের কলকল খলখল ভেঙ্গে প্রসবিত হয়েছে এক হাজার একশ একটা শিৎকার এখন মেঘেদের শেকলে স্নায়ুদের বেঁধে দুলিয়ে চলি ইন্দ্রিয়ের পেন্ডুলাম যাতে গলে যাওয়া মোমের আঠায় আটকা পড়ে একটা দুটো মৎস-কন্যার লেজ এদিকে ধারলো গিলোটিনগুলোরও খুব কদর আজকাল তবুও সুদ ছাড়াই প্রিয় ডলফিনেরা ধার দিয়ে যায় চেয়ারের কাছে আর আমি অবসরের বোধগুলোকে কেটেছেঁটে টিনক্যানে ভরে পাঠিয়ে দেই ট্যাঙ্কার জাহাজের দিকে গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফিরতি ডাক নিয়ে আসে অ্যালবেট্রস আর আমি ফেনায়িত খামে পেতে থাকি নিদারূন শোকবার্তা শুনি এস্কিমোদের তীরে মারা গেছে ডাবলিনের ফিনেগান নিউইয়র্কের উচ্চ তরঙ্গের ঝড়ে গৃহহীন হয়েছে কয়েকশ মুঠোফোন আর পারস্যের মাতালগুলোর শিস চুরি করেছে কয়েকটা দানবীয় ট্রাক এতেও পুরোপুরি বিষণ্ন হয় না শুকিয়ে যাওয়া যান্ত্রিক চোখ দেখি চেয়ারে হাতল বেয়ে ধ্যানস্থ উঠে আসছে আজন্ম অন্ধ তরূনাস্থি-চোষা জোঁক যেন ম্রিয়মাণ ভাষ্কর্যের অবধারিত উপেক্ষার শ্লোক বেগুনী রোদে লবণাক্ত নগরের তলদেশ থেকে ভেসে ওঠে কয়েকটা বয়স্ক হাঙ্গর শ্বাস নিতে নিতে আনমনে জানায় নিচু তলার পরকীয়ার খবর এভাবে দিন যায় রাত যায় আমি ভাসতে থাকি কমলা চেয়ারের ওপর আর সমুদ্রের চোখে খুঁজতে থাকি আমার হারিয়ে যাওয়া কৃষ্ণগহব্বর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।