আমাদের কথা খুঁজে নিন

   

একজন শিক্ষক এবং আরেকজন সুবিধাভোগী

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

ঢাকা ভার্সিটির শিক্ষক আনোয়ার হোসেনের গ্রেপ্তার প্রমাণ করে যে, সরকারের হাতে আর কিছু নেই। কিছু আর্মি সবকিছু নিয়ন্ত্রন করছে। কারণ,আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরর ভাই এবং প্রতিটি সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে চরম নির্যাতিত হয়েছেন। সকল সামরিক সরকার তাকে ভয় পায়।

কারণ,নির্যাতিত হওয়ার ভয় তিনি পান না। নীরবে কাজ করেছেন দেশের মানুষের জনয। আর তার ফসল ঘরে তুলেছে কামাল হোসেনের মত সুবিধাভোগীরা। জীবনে কোনদিন পাবলিক ভোট পাবে না যারা, যারা সাধারণ মানুষের হাতে মার খায় রাজনীতিতে বযর্থতার কারণে, তাদের মুখে গণতন্ত্রের কথা শুনে হাসি পায়। এরকম নির্লজ্জ ভাবে কথা মনে হয় সরকারও বলতে পারবে না।

কেউ বিবিসি তে তার চামচামি মার্কা কথা শুনে মনে হল যে, এই লোককে ফকরুদ্দীনের সরকার, সরকার প্রধান বানাতে চেয়েছিল। সব সরকারের সাথে থাকে এরা। কি যেন নজরুলের কবিতা টা..মোসাহেব মনে হয়। হায়রে Daily Star!!! শিরোনাম করে গযাস নিয়ে। DU ছাএরা একটু সাবধানে থাকবেন।

আপনাদের খোজা হচ্ছে। জানি না, কি হবে এই দেশের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.