আমাদের কথা খুঁজে নিন

   

মার্শাল ল জারি হলে কার লাভ? কারা চাইছেন আসুক!!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

সম্ভবত আমরা সাময়িক পরিত্রান পেতে উদ্দেশ্যহীন আন্দোলনটিকে বেগবান করছি। মাথা ঠান্ডা করলে , বোঝা যাবে কারা এ আন্দোলন চাইছে! কেন তারা সেনাবাহিনীকে আন্দোলন বিরোধী পক্ষ বানাতে চাইছে? পায়ের ফোঁড়ায় অস্ত্রপচার করতে পুরো শরীর কাটা ছেড়া করতে কারা চাইছে? দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিয়ে যে সমাজ ব্যবস্থা ৩২ বছর ধরে কিছু মানুষকে বড়ো করেছে, এবং যাদের দুর্নীতির ব্যবসা বাণিজ্যে ইদানীং মন্দা ফিল করছেন! তারাই মার্শাল ল চাচ্ছে! তবে সরকারের উচিত ছিলো আগে ভাগে একটা প্রস্তুতি নিয়ে রাখা! জানিনা , সরকারের কেউ এতে জড়িত আছে কি না!! ফকরুদ্দীন এক্সপ্রেস যেভাবে ছুটছিলো, তাতে ব্যাপারটা ভেবে রাখা উচিত ছিলো!! যাক, রাত ৮টা থেকে কারফিউ। সবাই ভালো থাকবেন। শত দুঃসহ অনিশ্চয়তার মধ্যেও দেশকে ভালোবাসবেন। দেশের শত্রু মিত্র চিনে রাখবেন। জয় হোক বাংলার প্রতিটি প্রকৃত দেশপ্রেমীর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.