আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্যে বন্ধুত্ব

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

পৃথিবীর সব ভাষার সাহিত্যে বন্ধুত্বের প্রসঙ্গ এসেছে। অনেক জনপ্রিয় সাহিত্যিক একে অপরের বন্ধু ছিলেন। আমাদের সাহিত্যের প্রেক্ষাপটের দিকে তাকালে কাজী নজরুল ইসলাম এবং মোতাহার হোসেনের বন্ধুত্বের বিষয়টি চলে আসবে। ইংরেজ কবি কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একে অপরের খুবই ভালো বন্ধু ছিলেন। আবার টিএস এলিয়ট এবং পাউন্ড পরস্পরের বন্ধু ছিলেন।

আমাদের দেশে আবদুল্লাহ আবু সায়ীদ, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ একে অপরের বন্ধু। কিন্তু ঝট করিয়া তফাৎ ধরা যায় না। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার সীমানা অনেক বেশি প্রসারিত। মানুষে মানুষে যেমন বন্ধুত্ব হতে পারে ঠিক তেমনি সৃষ্টি জগতের অন্যান্য প্রাণীর সঙ্গেও মানুষের বন্ধুত্ব হতে পারে। প্রাচীন ব্যাবিলিয়ান সভ্যতায় বন্ধুত্বের যে পরিসর ছিল তার পরিচয় পাওয়া যায় ব্যাবিলিয়নের কাব্যগ্রন্থ দি এপিক অফ গিলগামেশ এর মাধ্যমে।

বন্ধুত্বের ইতিহাসে প্রথম দিকবার সাহিত্যকর্ম মনে করা হয় এটিকে। গিলগামেল আর এনকিডোর মধ্যে চমৎকার বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের গ্রিক-রোমান মিথের যুৎসই উদাহরণ হলো অরেস্টেস এবং পাইলেডস। জার্মানিতে রোমান্টিজমের উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ বন্ধুত্ব। এর প্রমাণ পাওয়া যায় শিলারের দি হস্টেজ বইটিতে।

ফিলোসফিকে বন্ধুত্বের প্রথম স্থান করে দিয়েছিলেন অ্যারিস্টটল। সেটা সেই গ্রিকদের সময়ে ফিলিয়া নিয়ে তিনি আলোচনা করেছেন। গ্রিক ফিলিয়াকেই ইংরেজিতে ভাষান্তর করা হয়েছে বন্ধুত্ব। গ্রিক এবং রোমানদের সময়ে ভালো সমাজ এবং ভালো জীবনের জন্য বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হতো। ভালো সমাজ এ অর্থে যে, বন্ধুত্ব সিভিক ডেমক্রেসির উন্নয়ন ঘটায়।

আর ভালো জীবন এ অর্থে যে, এটি সুখ আর ভালোবাসা আনে। গ্রিক এবং রোমানদের সময়েই বন্ধুত্ব নিয়ে বেশ কিছু বই লেখা হয়েছিল। গল্প, উপন্যাস, কবিতায় বন্ধুত্ব বিভিন্ন পরিসরে স্থান পেয়েছে। বাংলা সাািহত্যে বন্ধুত্বের অবস্থান বেশ বড় পরিসরে রয়েছে। মুহাম্মদ জাফর ইকবালের লেখা আমার বন্ধু রাশেদ অত্যন্ত চমৎকার একটি উপন্যাস।

বাংলা সাহিত্যে বন্ধু ও বন্ধুত্ব নিয়ে অনেক কবিই কবিতা লিখেছেন। বন্ধুত্ব নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের বেশ কয়েকটি কবিতা রয়েছে। লর্ড বায়রন তার কবিতার মাধ্যমে বন্ধুত্বকে আলাদা পরিসরে স্থান দিয়েছেন। চার্লস ডিকেন্স বন্ধুত্বের স্বরূপ নিয়ে অসাধারণ একটা উপন্যাস লিখেছেন। এটির নাম আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড।

বন্ধুত্ব নিয়ে তার লেখা আরো দুটি উপন্যাস রয়েছে। এগুলো হলো দি পিকউইক পেপারস এবং দি গ্রেট এক্সপেক্টেটেশন। উইলিয়াম শেক্সপিয়ার তার লেখা জুলিয়াস সিজার, রোমিও অ্যান্ড জুলিয়েট এবং হ্যামলেটে বন্ধুত্বের চমতকার স্থান দিয়েছেন। এভাবেই সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বন্ধু ও বন্ধুত্ব এসেছে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ব্যঞ্জনায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।