আমাদের কথা খুঁজে নিন

   

হারুন কুন কামের নহে: মখা

লাইনে আসুন, নইলে........... উপ কমিশনার হারুন অর রশীদের বেপারে হতাশা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রী ড. মখা আলমগীর বলেছেন, হারুন কুনু কামের নহে, সে জায়গা মতো লাগাইতে পারে না। ডিসি হারুন রাষ্ট্রপতি পদক পাবেন, এমন ঘোষনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মখা এ কথা বলেন। বিএনপির হুইপ জয়নুল আবদিন ফারুকের সংগে মারামারির কারনে ততকালীন এডিসি হারুন সাংবাদিক মহলে বেপক সমালোচিত হয়েছিলেন। মখা মন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনারা কিছু না জানিয়াই তার সমালোচনা করেন। সে এক বিরাট ইতিহাস, সেদিন ঘরে ছিল না কেরসিন।

ছাইড়া দে আমারে, আইজকা খাইছি হারুনরে : ফারুক ফারুকের সংগে হারুনের মারামারির বিস্তারিত বর্ননা দিয়ে মখা মন্ত্রী বলেন, আপনারা জয়নাল আবদিন ফারুককে দেখেছেন। বৃদ্ধ বয়সেও তার গায়ে তাগড়া যুবকের বল। সেদিন সকালে তিনি সংসদ ভবন এলাকায় আরো কিছু বন্ধ-বান্ধব সহ কুংফু প্রশিক্ষন শেষে ঘরে ফিরছিলেন। এডিসি হারুনকে রাস্তায় একা পেয়ে তাকে বলেন, হারুন, তোরা যে খুঁটির জোরে নাচছিস তারা সবাই াকির পুলা-মাইয়া। তখন এডিসি হারুন তাকে বলেন, মাননীয় সংসদ সদস্য, আমরা নই, আপনারাই অর্থাৎ সব পলিটিশিয়ানরাই াকির পুলা-মাইয়া।

তখন ফারুক বলেন, না তোরা পুলিশরা াকির পুলা। তখন হারুন বলেন, না আপনারা াকির পুলা। তারপর ফারুক বলেন, না তোরা। তারপর হারুন বলেন, না আপনারা। ফারুক বলেন, াকির পুলা তোরা, তোরা, তোরা।

হারুন বলেন, াকির পুলা আপনারা, আপনারা, আপনারা। তখন ফারুক হারুনের উপর কুংফু ও যুবকের বল প্রয়োগ করতে ঝাপিয়ে পড়েন। বাধ্য হয়ে হারুন আত্ম রক্ষা করেন। অন্যান্য পুলিশের হস্তক্ষেপে হারুনের প্রান রক্ষা পায়। আবেগঘন কণ্ঠে মন্ত্রী বলেন, হিংস্র ফারুক এখনও হারুনের জান মালের ক্ষতি সাধনের জন্য ব্যাস্ত।

ডিসি হারুনের সমালোচনা করে মন্ত্রী বলেন, সে জয়নাল আবদিন ফারুকের সংগে মারামারি করে। তার মত বুকা পুলিশে দুইটা নাই। পারলে সে খালেদা জিয়া, তারেক জিয়ার সংগে মারামারি করুক। খালেদা জিয়াকে পিটানি দিতে পারলে আমরা তাকে এডিসি থেকে আইজি করে দিতাম। তা ত পারলি না।

মারামারি করলি কোথাকার কোন ফারুকের সংগে। মখা বলেন, হারুন আর ফারুক দুইটাই অদ্ভুত। এ বেপারে জয়নাল আবদিন ফারুকের সংগে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষমতায় গেলে হারুনকে আমি প্রমুশন দিযে আই,জি করে দিব যদি সে যদি লাঠিপিটা করে মখার পুটু ফাটাতে পারে। ডিসি হারুনের সংগে যোগাযোগ করা হলে তিনি মতিবেদককে বলেন, ফারুক মখা সব আমার কাছে সমান। আমরা চিনি ক্ষমতার গদি, গদিতে কে বসে আছে তাকে আমাদের চেনার প্রয়োজন নেই।

হুকুম পাওয়া মাত্র আমাদের এই হাত চালানোতেই আনন্দ। সূত্রঃ মতিকন্ঠ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.