আমাদের কথা খুঁজে নিন

   

মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একটি পানীয় 

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

কিছুদিন আগে ভারতের কয়টি রাজ্যে আইন করে পেপসিকে নিষিদ্ধ করা হয়। অভিযোগে বলা হয় পেপসিতে এমন কিছু খাদ্য উপাদান পাওয়া গেছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদিও ক্ষতির মাত্রা ছিল খুবই কম। পরে পেপসি কোম্পানি ভারতের বিভিন্ন সেলিব্রেটি দিয়ে প্রচারনা চালায় ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে এবং তারা নিশ্চিত করে যে পেপসিতে ক্ষতিকারক কিছু নেই। চিকিতসা বিজ্ঞানমতে এলকোহল অর্থাৎ মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একটি পানীয় যা খেলে বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ হতে পারে। আমি একটি জাপানী জার্নালে পড়েছিলাম মদ খেলে ১০০ টির উপর রোগ হতে পারে।

এখন আমি যে প্রশ্নটি করতে চাই তা হল পেপসিকে নিষিদ্ধ করার যে কারন দেখানো হয়েছিল তার চাইতে অনেকগুন বেশী ক্ষতির কারন হতে পারে যে পানীয় (যা কিনা চিকিতসা বিজ্ঞানে স্বীকৃত) সেই মদকে স্বাস্থ্য সম্পর্কে অধিকতর সচেতন পশ্চিমা বিশ্বে নিষিদ্ধ করা হয়না কেন। পাশাপাশি সামাজিকভাবে এর ক্ষতির মাত্রা আরো ভয়াবহ। পশ্চিমা বিশবে প্রতিবছর লক্ষ লক্ষ লোক গাড়ী দুর্ঘটনায় প্রান হারান। এর একটি বড় কারন হল মাতাল অবস্থায় গাড়ী চালনা।   এছাড়া মাতাল অবস্থায় ভয়ংকর সব ভায়োলেন্সের জন্ম দেয় পশ্চিমারা।

  আমি এমন অনেককে দেখেছি যারা স্বাভাবিক অবস্থায় খুবই সজ্জন কিন্তু মাতাল হলে এমন সব কদর্য্য আচরন করেন যা স্বাভাবিক অবস্থায় এদের দ্বারা একেবারেই অসম্ভব।   মানুষ মদ্যপানে এত উল্লসিত হয় কেন? আমার জানামতে মদ রক্ত কনিকার সাথে মিশে রক্তের সন্চালন বাড়িয়ে দেয়। ফলশ্রুতিতে মস্তিস্কে রক্তসন্চালন বেড়ে গেলে  মস্তিস্কে একধরনের আনন্দানুভুতির সৃষ্টি হয়।  সাথে সাথে আবেগগুলোনও আর নিয়ন্ত্রিত থাকেনা।   যাহোক পুরো প্রকৃয়াটি অস্বাবাভাবিক।

পরিশেষে রবীন্দ্রনাথের একটি পদ্যের কথা মনে পড়ছে যা গদ্যের ভাষায় বললে এরকম দাঁড়ায় যে,তোমার মদ্যপানে মাতাল হওয়ার প্রয়োজন কি, যখন প্রক্বতিতে এত সুধা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.