আমাদের কথা খুঁজে নিন

   

আসছে মাইক্রোসফটের নতুন ট্যাবলেট সার্ফেস প্রো

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে... গত বছরের অক্টোবরে রিলিজ হওয়া মাইক্রোসফটের সার্ফেস ট্যাবলেট ডিভাইসের এর নতুন ভার্সন সার্ফেস প্রো শীঘ্রই বাজারে আসছে। গতকাল প্রকাশিত এক প্রেস রিলিজে মাইক্রোসফট্ এ খবর জানিয়েছে। শুনতে সার্ফেস আরটি এবং সার্ফেস প্রো প্রায় একই শোনালেও বাস্তবিক অর্থে প্রযুক্তিগত পার্থক্য রয়েছে অনেক। আরটি মডেলে ব্যবহৃত এনভিদিয়া টেগরা ৩ প্রসেসর আর থাকছেনা নতুন মডেলটিতে। নতুন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের কোর আই৫ প্রসেসর।

অন্যদিকে মেমরি বাড়িয়ে ২গি.বা থেকে ৪গি.বাইটে উন্নিত করা হয়েছে। প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে উইন্ডোজ ৮ প্রো ভার্সন যা কিনা সাধারণত ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয়ে তাকে। স্ক্রীণ রেজুলোশন-এও আনা হয়েছে বেশ পরিবর্তন। আগের মডেলের তুলানায় এই নতুন মডেলে থাকছে আরো বেশ কিছু নতুন ফিচার। যোগ করা হয়েছে ইউএসবি ৩.০ ভার্সন এবং ৪২- ডব্লিউ এইচ ব্যাটারি।

বিস্তারিত ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.