আমাদের কথা খুঁজে নিন

   

এখনো অফিসে ঝিমুচ্ছি ! আর ভাল্লাগেনা

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

এখনও অফিসে, ঘড়িতে রাত ৯টা বাজে, এসেছি সকাল ৯টায়। ১২ ঘন্টা পূর্ণ হল অথচ অফিস টাইম ৮ঘন্টা। ছোটবেলায় পড়েছি, জেনেছি সময়কে শ্রদ্ধা করতে, সম্মান করতে কারণ সময়ের স্বদব্যবহারই পারে ভবিষ্যতকে সুন্দর ও সাফল্য করতে। কিন্তু কোথায় সেই মর্মবার্ণী। অফিসে বোধহয় এসব বাণীর তোয়াক্কা করেনা, তা না হলে কি আর ৮ঘন্টার অফিস ১২ ঘন্টা করাই।

বসেদের দিলে একটু দয়া মায়াও নাই। সেই সকালে বসেছি, শুধু নামায আর লাঞ্চ ছাড়া ডেষ্ক ছেড়ে ওঠার কোন কায়দা নাই। বাহিরে গেলেও জানিয়ে যেতে হবে বাধ্যবাধকতার ধরণটাই এরকম। সে না হয় মানা গেল কিন্তু এতক্ষন সময় অফিসে ! শুধু অফিস বলে কথা তা না হলে ...................... না হয় বউ-পোলাপাইন নাই তাতে কি পড়ালেখা আছে, কিছু পার্ট টাইমের কাজও আছে। সেই সবই সারতে হয় এই অফিস সময়ের পরে।

এখন দেখছি তাও হবার জো নেই। অফিসেই যদি এত সময় পার করি তাহলে পড়ালেখা, বাড়ীর কাজ করার সুযোগই বা কোথায় পাই? তারপরেও চাকরী, চাকরীই । চারকরীর মজাটাই আলাদা, অনুভূতিও অন্যরকম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.