আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাথেন্সে আলেকজান্ডারের সমাধির সন্ধান

গ্রিসের রাজধানী অ্যাথেন্সে একটি সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। প্রাচীন নগর অ্যামফিপোলিসের ওই সমাধিটি খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতাব্দীর সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের বলে ধারণা করা হচ্ছে। এত দিন জানা ছিল, যোদ্ধা এই সম্রাটকে সমাহিত করা হয়েছিল মিসরে। কিন্তু প্রত্নতত্ত্ববিদরা খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতকের মারবেলঘেরা একটি দেয়ালের সন্ধান পেয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মনে ছাপ ফেলার মতো ৫০০ মিটার দৈর্ঘ্য আর ৩ মিটার উঁচু দেয়ালটির মধ্যে এক রাজকীয় সমাধি থাকতে পারে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। সমাধিটি অ্যাথেন্সের ৩৭০ মাইল দূরে প্রাচীন নগর অ্যামফিপোলিসে অবস্থিত। খননকাজ চালানো প্রত্নতত্ত্ববিদদের একজন আইকাতেরিনিন পেরিসটেরির আশা, একজন গুরুত্বপূর্ণ বা একাধিক জনের (সমাধির) সন্ধান পাবেন তারা। গ্রিসের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্নতাত্তি্বকরা একটি টিলার আংশিক খনন করেছেন যেখানে খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতকের শেষের দিকের 'খুব অসাধারণ' মারবেলঘেরা একটি দেয়াল পাওয়া গেছে। প্রত্নতাত্তি্বকদের বিশ্বাস, প্রাচীন ওই কৃত্রিম টিলার ভেতরে রাজার দেহাবশেষ অথবা কমপক্ষে মেসিডোনের গুরুত্বপূর্ণ একজন রাজার সমাধি থাকতে পারে। অনেকে আশাবাদী, আবিষ্কৃত সমাধিটি আলেকজান্ডার দ্য গ্রেটের শেষ ঠিকানা হিসেবে যে রহস্য রয়েছে তার অবসান ঘটাবে। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.