আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ এবং নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর_

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় জেলার সিরাজদিখানের চালতি পাড়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টায় জেলার গজারিয়ার ভবেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে চালক শফিক (৩০) নিহত হয়েছেন। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর ওপর সেনাবাহিনীর একটি ট্রাক ধাক্কা খেয়ে চালক সার্জেন্ট প্রভাত কুমার (৩৫) নিহত হয়েছেন। তিনি বগুড়া সেনানিবাসের ৬ নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের ট্রাফিক ম্যানেজার লে. কমোডর (অব.) মুজাহিদ উদ্দিন তার সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ফারুকের বরাত দিয়ে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাসমান ট্রাকবোটভর্তি সেনাবাহিনীর ট্রাকটি টঙ্গী বিশ্ব ইজতেমা থেকে বগুড়া সেনানিবাস যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : গতকাল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশারফ মিয়া (৩০) নিহত হয়েছেন। নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার কাটাবাড়ী মোড় নামক স্থানে দুটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিঙ্ার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.