আমাদের কথা খুঁজে নিন

   

আবোল তাবোল

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মতত্ মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন আয় বেয়াড়া সৃষ্টি ছাড়া নিয়মহারা হিসাব-হীন। আজগুবি চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে- আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।