আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতায়

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

চুপচাপ নির্জনে, বৃষ্টি আর অশ্রু মিলে যায় চোখের কোনে, বাতাসের গর্জনে, অব্যক্ত কথা শুনতে চাওয়া, আকুল কানে । কারো প্রস্থানে, গাঢ় হতাশায় ডুবে যাওয়া, এই জীবনে, ছন্দ-পতন তীব্রতর হয় পাগলপ্রায় সমীরণে । একা একা মন্থর গতি হাঁটা আঁকা-বাঁকা, দীর্ঘ উঠোনে, দীর্ঘশ্বাস আটকে রাখা সুতীব্র চেষ্টায়, সযতনে। চেনা-অচেনা অবয়বে পাওয়া বন্ধুত্বের নিটোল আহ্ববানে, শুধু এই বলে পিছু হটা ভালই আছি, নিঃসঙ্গ প্রাণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।