আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতায় বসে বসে দেখছি স্বপ্ন

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সেচ্ছা নির্বাসন শব্দটা ব্যবহার করছি কক্সবাজার আসার পর থেকেই। কিন্তু ওতাটা প্রভাব ফেলার সুযোগ দেইনা শব্দটাকে। সময় কই। কিছু অবসর তো লেখালেখি আর ব্লগে ব্লগানিতেই কেটে যায় আজকাল। বন্ধ ঘরে একা একা বসে তাই একা কই।

কত বন্ধু , কত কত, ব্লগে , মেইলে , আর ফোন মোবাইলে তো আছেই। না হয় নেই ই স্বশরীরে কেউ। কিন্তু ঐ যে দেখেন ছবিতে জানালার ওধারে আমার আবাসনের পেছনে সবুজ ধান ক্ষেত , টুকরো জমিতে সরষের হুলদ মাতাল দোলা, নীল আকাশ , দূরে সারি সারি উঁচু নিচু পাহাড় । গাড়ী নিয়ে ছুটলেই তো অতি কাছে সাগরের তীর। তবু একা।

আনন্দ লাগছে ভীষণ একটু পরে পরে মনে পড়ছে বই মেলার কথা , সারি সারি সাজানো বই গুলোর মাঝে আমার তিনটি বই। আমার বই। ভাবতেই আরাম । ভাবতে পারেন-আত্মগর্ব। না মোটেই না।

গর্ব করার মতো লেখা আমি যে লিখিনা সেটা বুঝি। কিন্তু স্বপ্ন পূরন। ছোট বেলাতে বই মেলাতে ঘুরতাম আর ভাবতাম একদিন যদি আমার বই থাকত এখানে। কিন্তু সময় বাড়তেই বুঝলাম। কত জটিল এক স্বপ্ন।

একে তো লিখতে হবে। তারউপর ছাপানোর দারুন জটিলতা। তবুও তো স্বপ্ন হয়েছে পূরণ , স্বপ্ন পূরনের দর্শনে নয় মেলার জন্যে আরও মন ব্যকুল। বই না থাকলেও তো মেলা ডাকে। কত বার কত বছর মেলাতে ঘুরেছি একা একাই।

যদি তোর ডাক শুনে কেই না আসে তবে একলা চলরে.... এলাকায় কিছু বন্ধু আছে। মেলায় যাবে এরা ঠিকই তবে ভিতরে ঢুকবে না। বাইরে বসে আড্ডা দেবে। আর দেখবে মিষ্টি মধুর রনীয় কমনীয় মুখ। ওদের সাথে গেলে তাই মেলায় ঢুকে ঘুরতে হয়েছে একা।

অবশ্য ঘুরে বাইরে এসে আড্ডা মারতে খরাপ লাগেনি। এবার মনে হয় ব্লগের অনেক কেই পাওয়া যাবে বই মেলায় । আগামী শুক্রবার যেতে পারব বলে আশা করছি। দেখা হবে চেনা জানা অনেকের সাথে। বই কিনব বই দেখব- নিজের বই দেখে মন জুড়াব আর বই মেলায় ঘুরব স্বপ্নে বিভোর আমি।

---------- ছবিঃ নাইকন কুল পিক্স 9 ডিজি ক্যামেরায় তোলা আমার ডরমেটরির জানালা দিয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।