আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গতায় পেয়ে বসেছে আশরাফুলকে

তিলকারত্নে দিলশান যখন গত মৌসুমে বিপিএলে খেলতে আসেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সে, তখন থেকেই তার সঙ্গে বন্ধুত্ব মোহাম্মদ আশরাফুলের। অবশ্য পরিচয় আরও আগে থেকেই। তবে বিপিএলে খেলার সময় থেকে সেই সখ্যতা বেড়েছে। এবারও ঢাকায় এসেছেন দিলশান। শ্রীলঙ্কানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

দেখা করেছেন। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ঢাকায় এসেছেন ঢাকা মোহামেডানের পক্ষে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে। গত মৌসুমেও প্রিমিয়ার ক্রিকেট খেলেছেন আশরাফুল। এবারও খেলার কথা ছিল। কিন্তু বিপিএলে ম্যাচ ফিঙ্ংিয়ে জড়িত থাকার কথা স্বীকার করে এখন সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

তাই এখন দর্শক। প্রিমিয়ার ক্রিকেট লিগ চলছে, আর নিজে খেলতে পারছেন না বলে বড্ড নিঃসঙ্গ মনে হচ্ছে নিজেকে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। তার উপর গতকাল স্পট ফিঙ্ংিয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড আজীবন নিষিদ্ধ করেছেন শ্রীসান্থকে। তাই একটা মানসিক চাপ বোধ করছেন সাবেক অধিনায়ক। এমন মানসিক অবস্থা নিয়েই গতকাল সন্ধ্যায় পবিত্র হজ পালন করতে ঢাকা ছেড়েছেন আশরাফুল।

আসবেন অক্টোবরের শেষ সপ্তাহে। প্রিমিয়ার ক্রিকেটে আশরাফুল প্রথম খেলেন ২০০০ সালে সুর্যতরুণে। তখন তার বয়স মাত্র ১৬ বছর। অভিষেক ম্যাচেই খেলেছিলেন ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

তরতরিয়ে এগিয়েছেন সামনের দিকে। ২০০০-০১ মৌসুমে অভিষেক হয় টেস্টে। আর প্রথম টেস্টেই বাজিমাত সেঞ্চুরি করে। যা ১৩৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের রেকর্ড। ২০০০ সালে প্রিমিয়ার ক্রিকেট খেলা শুরু করার পর ২০১২-১৩ মৌসুম পর্যন্ত ১০ বছর খেলেছেন মোহামেডান, সোনারগাঁও ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, বিমান, সুর্যতরুণ, সিসিএসের পক্ষে।

এই ১০ বছরে নিজেকে দেশের সেরা ক্রিকেটার হিসেবে প্রমাণ দিয়েছেন বার বার। বন্ধুরা খেলছেন। কিন্তু নিজে খেলতে পারছেন না। নিঃসঙ্গ বোধ করছেন তাতে, 'সত্যি বলতে ভালো লাগছে না। ক্রিকেট আমার আজন্ম প্রেম।

সেই ক্রিকেট খেলতে পারছি না। ভালো লাগছে না। মাঠে যেতেও মন চাইছে না। যদিও প্রিমিয়ার ক্রিকেটে মনে রাখার মতো আমার বহু স্মৃতি রয়েছে। সেগুলো কখনো ভোলার নয়।

'

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।