আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধন অতঃপর

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

কেবল মানুষই নিজেদের মধ্যে খুব সুন্দর করে বন্ধন তৈরী করে তা কিন্তু নয়, খুব বেশী লক্ষ্য করার প্রয়োজন নেই, আমাদের আশে পাশেই কিছু প্রানী বা খুব ছোট কীটটিই খুব শক্ত বন্ধন তৈরী করে আছে, তাই না! আসলেই তাই, কিন্তু এ সব কীট আর প্রানীগুলোর সবচেয়ে বড় কৌশলটি হলো, মানুষ ছাড়া অন্য জীবকুল তাদের নিজেদের মধ্যে সমান সমান ভালবাসার সম্পর্ক গড়ে তোলে, কিন্তু মানুষ একেক মানুষের সাথে একেক রকম সম্পর্ক গোড়ে তোলে। সেই সম্পর্কের মধ্যে কতখানি ভালবাসা আছে তাও মানুষ পরিমাপ করতে চায়। এই পরিমাপ করতে গিয়েই একসময় হীতে বিপরীত ঘটে যায়। হয়তো কোন চমৎকার বন্ধুত্বের সম্পর্ক এমন কি স্বামী স্ত্রীর সম্পর্কও ভেঙে যায় প্রত্যাশা আর প্রাপ্তীর অসম্পূর্নতায়। কেন সম্পর্কের বিচ্ছেদ ঘটে? কেন মানুষ অসুন্দর আর অপ্রাপ্তিকে মনে রেখে,আপনজনকে নিয়ে কাটানো মধুময় সময়গুলোকে ভুলে যায়? কেন মা-বাবা তাদের আদরের খোকন সোনাকে সুখের সাগর দেখিয়ে, দুঃখের মহাসাগরে, ভেলায় চাপিয়ে ভাসিয়ে দেয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।