আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালের নাসা ভ্রমণ-১

পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে

৪ র্থ জুলাই-এর অবকাশে ফ্লোরিডা গিয়েছিলাম দলবল নিয়ে। আমি, পরিবার এবং লাবোক থেকে মোর্শেদ ভাই এবং পরিবার। উদ্দেশ্য মিকি মাউসের ডিজনীল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও আর সি-ওয়ার্ল্ড দেখা। তা ইউনিভার্সাল স্টুডিও আর সি-ওয়ার্ল্ড দেখেই আমাদের সবার ব্যাটারি নাই হয়ে গেল। তৃতীয় দিন আর কেউ ডিজনী যেতে চাইল না।

কাছেই নাসা কেনেডী স্পেস সেন্টার। সবাই ঠিক করলাম ওখানেই হানা দেব। এর আগে আমি নাসায় যাবার দেন-দরবার করলেও কেউ রাজী ছিল না। নাসা গিয়ে বেশ হতাশই হলাম। ভেবেছিলাম, স্পেস স্যুট পরে শূণ্য ত্বরণে একটু হাঁটাহাঁটি করব।

তেমন কিছুর আয়োজন সেখানে দেখলাম না। খালি নভোযান অভিজ্ঞতার নামে রোলার কোস্টারের মত একটা জিনিষে ঢুকিয়ে কিছুক্ষণ ঝাঁকি দিল। সব টাকা খাওয়ার ফন্দি। বাঙ্গালকে এইভাবে হাইকোর্ট, থুক্কু মহাশূণ্য দেখিয়ে দিল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।