আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হোসেন (পুত্রদের প্রতি)

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে। "

তোমরা যেতে চাও, যাও। প্রশ্ন আর করব না। চাই নে জানতে কিছু। যাবে যাও, যার ইচ্ছে।

বারণ করব না। কে শুনবে নিষেধ এখন? একে একে সবাই তো গেছে, যাচ্ছে। যে দু-চার জন এখনো রয়েছে বাকি তারাও যে আর বেশিদিন থাকবে মনে হয় না। উড়িয়ে রঙিন নিশান, উঁচিয়ে লাঠি, সবাই বেরুবে পথে, যাবে মাঠে মিছিলে সভায়, যখন বাজাবে বাঁশি সেই বাঁশিঅলা। সারা দেশ উজাড় করে সে নিয়ে যাবে।

খাঁখাঁ করবে ঘরবাড়ি, ঝুলবে আপিসে কলকারখানায় তালা, থাকবে পড়ে ক্ষেতখামার। শুধু এক দুর্নিবার মানুষের স্রোতে একাকার হয়ে যাবে সব গলি, সমস্ত সড়ক, গঞ্জ, গ্রাম শহর, বন্দর। কানে বাজবে কেবল অবিরাম স্লোগানের কুচকাওয়াজ। আর সব জনপদ ডুবে যাবে মিছিলের বিশাল সমুদ্রে। নিরাপদ দূরত্বে থাকার আছে কি উপায় কোনো? অতঃপর তোমরাও মিশে যাও।

জানি, তোমাদের কণ্ঠস্বর শুনব না আর কোনোদিন, দেখব না কারো মুখ। সমস্ত একক স্বর, মুখ গিলে খাবে সর্বভুক সে জনতা। এতদিনে আমিও হলাম নিঃসন্তান। সাজাবে কে সযত্নে দোকান আর করবে কে বাগান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.