আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরাস থেকে স্থায়িভাবে সুরক্ষিত করুন প্রয়োজনিয় ফাইল ।

আসসালামু আলাইকুম । ভুল হলে শুরুতেই ক্ষমা চেয়ে নিলাম । আজ আমি আপনাদের, ভাইরাস থেকে বিভিন্ন ফাইলকে স্থায়িভাবে সুরক্ষিত করা উপায় জানাব । এ টিউনটি সম্পর্কে অনেকে আগে জানতে পারেন, তবুও আমার Exprience আপনাদের সাথে শেয়ার করলাম । কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু ভাইরাসের সাথে পরিচয় হয়নি এমন ব্যক্তি খুজে পাওয়া মুশকিল ।

এন্টিভাইরাস ব্যবহার করেও ভাইরাসের হাত থেকে বাঁচা যায় না অথবা নিশ্চিন্তে থাকতে পারেন না এমন অনেকে আছেন । ভাইরাস মূলত, Software, System File এবং .... (.exe/.msi/.dll/.bat ....) ফাইল-কে আকরান্ত করে । আমার জানামতে, Image (.jpg/.jpeg/.png ....) বা Audio (.mp3/.wav/.aac ....) বা Video (.avi/.mp4/.mkv/.3gp ....) ফাইলকে ভাইরাসে আকরান্ত করে না । এ কারনে অপনার Software এবং অন্যান্য প্রয়োজনিয় ফাইলের ভাইরাস থেকে সুরক্ষার দরকার । ভাইরাস থেকে সুরক্ষার স্থায়ি উপায় হল ফাইল-কে "আর্কাইভড" করে রাখা ।

এর জন্য অনেক Software আছে । তবে আমার মতে, 7zip এবং Winrar সবচেয়ে ভাল ও সহজ । অনেক চেষ্টা করেও Nokia 3110c ব্যবহার করে লিংক দিতে পারলাম না, দুক্ষিত ! Google এ 7zip লিখে সার্চ দিন । সার্চ রিজাল্টের প্রথম লিংকটি 7zip এর অফিসিয়াল এ্যাড্রেস, ঐখান থেকে 7zip ডাউনলোড করুন । একইভাবে "Winrar" ডাউনলোড করুন ।

সফটওয়ার দুটি Install করুন । .zip বাদে অন্য ফরমেট যেমন .rar বা .7z ফরমেটে "আর্কাইভ" করবেন । এবার "আর্কাইভড" করার জন্য, কাঙ্খিত ফাইলে মাউস রাইট ক্লিক করুন 7zip বা Winrar এ ক্লিক করে Add to achi... এ ক্লিক করে OK করুন । আর্কাইভড করা ফাইল খোলার জন্য, "আর্কাইভড" করা ফাইলে রাইট ক্লিক করুন 7zip বা Winrar এ ক্লিক করে Extract here ক্লিক করলে ফাইলটি একই ফোল্ডারে খুলে যাবে । আজ এ পর্যন্ত, সবাই ভাল থাকবেন ।

টিউমেন্ট করবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.