আমাদের কথা খুঁজে নিন

   

রবিউল হুসাইন (এক সেকেন্ডে মাত্র চার ফুট)

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

মানুষেরা নাকি এক সেকেন্ডে চার ফুট হাঁটতে পারে সাধারণত বারো কোটি মানুষ আমরা আমরা সবাই একসঙ্গে হাঁটলে মোট আটচল্লিশ কোটি ফুট অর্থাৎ ষোল কোটি গজ, তার মানে এক সেকেন্ডে প্রায় নব্বই হাজার নয় শ দশ মাইল এগিয়ে যেতে পারি স্বাধীনতা পাওয়ার পর বিশ বছর পার হয়ে গেছে অথচ আমরা সবাই একই জায়গায় একই বিন্দুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়িয়ে মরছি সব সময় এক ইঞ্চিও অগ্রসর হতে পারছি না ইতোমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি জয় বাংলা নামক দীপ্র বজ্রনির্ঘোষ ভুলতে বসেছি সাতই মার্চের অতন্দ্র স্বাধীনতার ডাক ভুলতে বসেছি ভাসানীর আস্‌সালামুআলাইকুম ভুলতে বসেছি পাকসেনা, রাজাকার, আল-বদর, আল-শামসদের অমানুষিক অত্যাচারের কথা ভুলতে বসেছি আমাদের মা-বোনদের ধর্ষিত হবার কথা ভুলতে বসেছি 'প্রতিটি বাঙালি মেয়েকে গর্ভবতী করে খাঁটি পাকিস্তানি সন্তানের জন্ম দেব' - শুয়োরের বাচ্চাদের সেই রক্তে-আগুন-জ্বালানো সব কথা ভুলতে বসেছি আমরা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের কথা ভুলে গেছি আমরা স্বাধীনতা যুদ্ধের কথা ভুলে গেছি আসলে এতো ভুলোমন নিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না তা হলে স্বাধীনতাকে কীভাবে রক্ষা করা যায়? সেকেন্ডে মাত্র চার ফুট খানিক এগিয়ে গেলেই একে রক্ষা করা যায় আসুন স্বাধীনতা যুদ্ধকে বুকের মাঝখানে রেখে তাই একসঙ্গে আমরা সবাই এক সেকেন্ডে চার ফুট পথ এগিয়ে যাই বন্ধুগণ এক সেকেন্ডে মাত্র চার ফুট খুব বেশি কিছু নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.