আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হাসানের কবিতা

খুঁজছি.....

ফেরার আগে (গোলাম সাবদার সিদ্দিকীকে) এ কথা তো ঠিকই ফেরার সময় হলে যে যার গন্তব্যে ফিরে যাবো। কিন্ত তার আগে এই অন্ধকার আলোর ভিতর আলো সমাজের ভালো মানুষের সমস্ত জমকালো খেলা নারীর নিকটে গিয়ে এক আধরাত্রিবেলা ভালবাসা, জীবনজাপন! জনতায় হাত ফেলে উত্তোলন, যৌবনের কাছে কারো ফেলে আসা আর এক যৌবন, আকাশের সুবিস্তৃত শূন্যতায় সহিষ্ণু ভুবন যদি পাই তার আগে ভাইকে যদি ভাই বলে ডাকি! যদি দেখি, না,- নারী তার অলঙ্কার মাঠ তার তৃণের সবুজ শিশু তার ত্রিভুজ শুভ্রতা পেয়ে গেছে; যদি দেখি, না, পৃথিবীর কোথাও এখন আর যুদ্ধ নেই, ঘৃণা নেই, ক্ষয়ক্ষতি নেই তাহলে হাসতে হাসতে যে যার আপন ঘরে আমরাও ফিরে যেতে পারি! হাসতে হাসতে যে যার গন্তব্যে আমরা ফিরে যেতে পারি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.