আমাদের কথা খুঁজে নিন

   

হিটলার

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

হিটলার ও তার নাৎসী দল ইহুদীদের ধরে ধরে যখন গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করছে, এটা সেই সময়কার গল্প- রাত্রে ছদ্ববেশে বার্লিন শহরে ঘুরতে ঘুরতে হিটলার হঠাৎ রাইন নদীতে পা পিছলে পড়ে গেছেন। সাঁতার জানেন না, হাত পা ছুড়ে খাবি খেতে খেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। ভাগ্যক্রমে সেখান থেকে যাচ্ছিল কার্ট স্পিগলার নামক এক ইহুদী ছেলে। সে জলে ঝাঁপিয়ে পড়ে হিটলারকে টেনে পাড়ে তুলল।

হিটলার বলল, তুমি জান আমি কে? আমি হলাম, হিটলার। তোমার নাম কি? ছেলেটি নাম বলতেই, হিটলার বলল, বুঝেছি তুমি হচ্ছো ইহুদী। ইহুদীদের আমি একদম পচ্ছন্দ করি না। কিন্তু তুমি আমার প্রান বাঁচিয়েছো; সুতরাং তোমার একটা অনুরোধ আমি রাখবো। চটপট বলো, তুমি কি চাও? কার্ট বললো, একটা অনুরোধই আমি কোরবো।

আমার বাবাকে শুধু জানাবেন না আমি আপনাকে বাঁচিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।