আমাদের কথা খুঁজে নিন

   

নারী ও পুরুষ

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

নারী এবং পুরুষের মধ্যে কি পার্থক্য আছে? তারা শারীরিকভাবে অব্যশই আলাদা, কিন্তু তারা কি অন্য কোন ক্ষেত্রেও আলাদা? নারী ও পুরুষের আলাদা আলাদা হরমোন কি তাদের স্বভাব এবং মনের প্রকৃতির উপর আলাদা প্রভাব ফেলে? তারা কি ভিন্নভাবে এই পৃথিবীর তথ্যসমুহ বিশ্লেষন করে? নারীবাদী এবং হিজরা গোষ্ঠী এই প্রশ্নসমুহের উত্তরে বলবেন - ‘না’। তারা তাদের মতাদর্শ অনুযায়ী বলবেন- নারী ও পুরুষের মধ্যে ভিন্নতার প্রধান কারন পুরুষতান্ত্রিক সমাজে সভ্যতার ফলাফল, বিশেষ করে পিতৃতান্ত্রিক গোষ্ঠীর, সমাজে নারীর ভুমিকার উপর নির্দয় আচরন অথবা উৎপীরন। জীববিঙ্গান বলে- সামাজে সামর্থ্য অথবা য়ৌন আচারন খুব কমই প্রভাব ফেলে। কিছু নারীবাদী লেখক বিশ্বাস করেন, দুই লিঙ্গের এই ধারণা সম্পুর্ন অবান্তর এবং পৌরানিক। অনেকের মনেই কিছু প্রশ্ন উদ্দেক করতে পারে যে, কেন নারী ও পুরুষ স্বতন্ত্রভাবে যথেষ্ট নয়? অর্থাৎ কেন তারা একে অপরের উপর নির্ভর করে? সবার উপরের প্রশ্নগুলোর উত্তরসমুহ যদি হ্যাঁ হয়। তবে এর জন্য প্রয়োজন শক্ত কিছু ব্যাখার.................................................................................... এবং তা নিশ্চয়ই আছে? সুতরাং নারীবাদীরা.......................অপেক্ষা করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.