আমাদের কথা খুঁজে নিন

   

অফিসে "ওয়েব ক্যাম"-এ ভালই মজা করলাম (সময়টা বেশ এনজয় করেছি)

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

অফিসে একা বসে আছি, বস এখনও আসেননি, আসলেও ৫টার পরে। সকালে কিছু কাজ ছিল, কাজ গুলো কিছুক্ষন নেট্ ভ্রমন। অত:পর নামাজ, লাঞ্চ শেষ করে এখন একদম বেকার বসে আছি, ব্লগের পাতা উল্টানো, ই-বুক ডাওনলোড করা, কিছু প্রয়োজনীয় সফটওয়ার নামানো ছাড়াও ম্যাসেঞ্জারের বন্ধু গুলোর সাথেও কথা বার্তা চলছে। এই তো বিক্ষিপ্ত সময়গুলোকে একত্রে করে অবসর সময়টাকে পার করা ! অবসর সময়, তাও আবার অফিসে, বস শুনলে একেবারে হজম করে ফেলবে ! কিন্তু কি করব, সময় তো পার করতে হবে। হঠাৎই মনে হল ম্যাসেঞ্জারে "ওয়েব ক্যাম" টা সেটিং করি।

অফিসে যেহুতু সেহেতু ফায়ারওয়াল থাকে বলে ওয়েব ক্যাম ব্যবহার করা যায়না। তারপরেও চেষ্টার ক্রটি রাখেনি অনেক কষ্টে সেট করতে পারলাম আমার বছর ৫এর পুরোনো ক্যামটি। যাক এবার তাহলে কিছু সময় নিজেকে ব্যস্ত রাখা যাবে, এই সময় কুবুদ্ধিটাও মাথায় খেলে বসল, আমার বসের (মহিলা) ইয়াহু আইডিটা ম্যাসেঞ্জার দিয়ে লগ-ইন করলাম, সাথে ক্যামটাও অন করলাম। বাহ ! বাংলাদেশের একটি রুমে ঢোকা মাত্রই ঘ্যাটাঘ্যাট ম্যাসেজ আসতে থাকল , hi asl আমিও চটপট উত্তর দিতে লাগলাম 25, f, dhk সে কি সর্বনাশ এখন তো সামাল দেয়াই মুসকিল, তাই 25, f, dhk কপি করে পেষ্ট করতে থাকলাম । বাহ ! ভালই রেসপন্স, একটা বললে দশটা প্রশ্ন, হিমশিম খেয়ে যাচ্ছি তবু মজাই লাগছে।

সবচেয়ে মজার কথা হল তারা সবাই আমাকে এ্যাড করতে চাইলে আমিও সবাইকে এ্যাড করলাম্। এ্যাড করা মাত্রই যখন দেখল "ওয়েব ক্যাম " আছে, সাথে সাথে ওয়েব ক্যামে চেষ্টা করতে থাকল, (আমি ক্যাম সবার জন্য ওপেন করেই রেখেছিলাম) কিছুক্ষনের মধ্যে দেখি, আমার ক্যাম দেখছে প্রায় গোটা ২০জন্। এইবার ক্যামে আমাকে দেখে কিছু না বলে সবাই এমন এমন অদ্ভুত ম্যাসেজ পাঠাতে লাগল, সে কথা লেখা যাবেনা। আবার sorry শব্দটি কপি করে সবাইকে পেষ্ট করতে লাগলাম। এখনও পেষ্ট করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।