আমাদের কথা খুঁজে নিন

   

কি জানি কি ঘটতে যাচ্ছে!!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

১ আওয়ামীলীগ শাসন আমলে কাজটা অনেকদূর এগিয়ে ছিলো। কেন জানি ৫ বছরেও সেটা সম্ভব হয়নি। ঝুলে ছিলো। নিজের পিতার বিচার ক্ষমতায় থেকেও দেখে যেতে পারেন নি শেখ হাসিনা। তবে বাবার স্বপ্ন , বাবার অবমূল্যায়ন সব কিছুই ঠিক ঠিক হয়েছিলো।

আমি তখন কেমন যেন একটা হোচট খেলাম। হতাশ হলাম, অসহায়বোধ করলাম। শেখ হাসিনা বা আওয়ামীলীগের হুমকি-ধামকি মারা নেতারা এতোটা অসহায়বোধ করেছিলো কিনা জানিনা। যেন, বঙ্গবন্ধু তাদের কিছুনা, আমার অত্যন্ত কাছের কেউ! ৫ বছর, ১৮২৫ দিন, ৪৩,৮০০ ঘন্টা,২৬,২৮,০০০ মিনিট.....কি হলো, আমার চোখে সোনার বাংলা, মনের ভেতর মরে পড়েছিলো স্বপ্নের লাশ! ২ এই যে পাঁচমাস। ফকরুদ্দীন সাহেবের পাঁচমাস।

বিগত ৫ বছরের চেয়ে কিন্তু বড়ো না , ছোট! কি হলো? আমেরিকা ফেরত বঙ্গবন্ধু খুনের আসামী মহিউদ্দীন এখন দেশে। ফাঁসির সেলে। তিনি আপিল করবেন। রিমান্ডে যাবেন। কেঁচো খুড়তে সাপ বের হয়ে যাবে কিনা কে জানে।

সিডি বের হবে, ডিভিডি বের হবে... প্রযুক্তির সহজলভ্যতার কাছে ইতিহাস কি মার খাবে? আমি জানিনা। কেন এতো সহজে ত্বত্তাবধায় সরকার এ আয়োজন করলো? আমি জেগে রইলাম...ভালো কিছুর প্রত্যাশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.