আমাদের কথা খুঁজে নিন

   

ধোঁকা দিন হ্যাকারদেরকে

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

কিছু কিছু হ্যাকিং সফটওয়্যার আছে, সেগুলো যে কম্পিউটারে ইনস্টল করা থাকে, সে কম্পিউটারে কী-বোর্ড দিয়ে যা কিছু লেখা হয়, সফটওয়্যারটি তার সবকিছুই গোপনে সংরক্ষণ করে রাখে এবং যদি ইন্টারনেট সংযোগ থাকে তবে সেই তথ্য ই-মেইল করে ইনস্টলকারী হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। এর ফলে সেই কম্পিউটারে যত কেউ ই-মেইল অ্যাকাউন্ট চেক করবে, তাদের সবার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড ঐ হ্যাকারের কাছে চলে যাবে। ফলে ব্যবহারকারীর সকল গোপনীয় তথ্য হ্যাকারের জানতে আর কোন বাধাই থাকবে না। যারা সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। নিচে এ ধরনের হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার কয়েকটি উপায় দেওয়া হল – ১. সন্দেহজনক প্রোগ্রাম বন্ধ করে নিন – প্রথমেই টাস্কবার থেকে (ঘড়ির পাশে) বা উইন্ডোজ টাস্ক ম্যানেজার চালু করে (Ctrl+Alt+Del) সেখান থেকে অপ্রোয়জনীয়, অপরিচিত এবং সন্দেহজনক সকল প্রোগ্রাম বন্ধ করে দিন।

তবে কিছু কিছু সফটওয়্যার আছে সেগুলো এতই ভয়ঙ্কর যে, তারা কোথা থেকে কি ভাবে চলছে সেটা টাস্ক ম্যানেজার থেকে বোঝার কোন উপায় থাকে না। বলাই বাহুল্য, এদের ক্ষেত্রে অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। ২. টাইপ করুন বিক্ষিপ্তভাবে – মনে করুন কোন বিষয়ে আপনার পাসওয়ার্ড হচ্ছে bangla2007। পাসওয়ার্ডটি টাইপ করার সময় আপনি এই অক্ষরগুলো নিয়মিত না লিখে যদি বিক্ষিপ্তভাবে লেখেন, তা হলে সফটওয়্যারটি সেটা বুঝতে পারার সম্ভাবনা খুবই ক্ষীণ। যেমন আপনি যদি প্রথমে bngl27 লিখে এরপর মাউজকে b এর পরে নিয়ে a, আবার l এর পরে নিয়ে আরেকটি a এবং 2 ও 7 এর মাঝে নিয়ে 00 লেখেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি ঠিকই লেখা হবে কিন্তু সফটওয়্যারটি যখন সেই পাসওয়ার্ড সংরক্ষণ করবে তখন সেটা হবে bngl27aa00. আশা করা যায় এর মাধ্যমে আপনি নিশ্চিতভাবেই হ্যাকারকে ধোকা দিতে পারবেন।

তবে এ ধরনের প্রোগ্রামও হয়তো থাকতে পারে, যেটা মাউজ ক্লিক বা অ্যরো কী-প্রেস এর উপর ভিত্তি করে নিখুত ভাবে টাইপ করা শব্দ বা বাক্য সাজাতে পারে। সেরকম সফটওয়্যারের ক্ষেত্রে আপনাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। ৩. টাইপ করুন কী-বোর্ড ছাড়াই – যেহেতু মানুষ সাধারণত কী-বোর্ড দিয়েই টাইপ করে, কাজেই কী-লগার জাতীয় হ্যাকিং সফটওয়্যারগুলো এমনভাবে ডিজাইন করা থাকে যেন কোন কী প্রেস করার সাথে সাথেই সফটওয়্যারটি তা বুঝতে পারে। কিন্তু আপনি যদি কী-বোর্ড ছাড়াই টাইপ করতে পারেন, তাহলে সম্ভবত এই সফটওয়্যারগুলো সেটা বুঝতে পারবে না। উইন্ডোজের অন-স্ক্রীন কী-বোর্ড ব্যবহার করে খুব সহজেই কী-বোর্ড ছাড়াই টাইপ করা যায়।

বিস্তারিত জানার জন্য আমার লেখা এই প্রবন্ধটি পড়তে পারেন। ৪. টাইপ নয়, কপি করুন – টাইপ করলেই যেহেতু যত সমস্যা, কাজেই আপনি পাসওয়ার্ড টাইপ করাই বন্ধ করে দিতে পারেন। এর পরিবর্তে একটি ফাইলে আপনার সবগুলো পাসওয়ার্ড আগে থেকেই টাইপ করে রেখে সেটাকে সবসময় সাথে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে, শুধুমাত্র কপি পেস্ট করে জায়গা মত বসিয়ে দিলেই হল। তবে যে ফাইলটিতে সবগুলো পাসওয়ার্ড রাখাবেন, সেটার জন্য আবার আরেকটা পাসওয়ার্ড ব্যবহার করতে ভুলবেন না যেন! ৫. সম্মিলিত পদ্ধতি ব্যবহার করুন – আপনার তথ্যসমূহ যদি খুবই গোপনীয় হয় এবং আপনি যদি সেগুলো প্রকাশ করার কোন রকম ঝুকিই নিতে না চান, তবে উপরে বর্ণিত পদ্ধতিগুলো সম্মিলিত ভাবে ব্যবহার করে দেখতে পারেন।

যেমন কিছু অংশ বিক্ষিপ্ত ভাবে আর কিছু অংশ কী-বোর্ড ছাড়া টাইপ করে এবং বাকি অংশ কপি করে নিতে পারেন। অবশ্য সফটওয়্যারের এই জয়জয়কারের যুগে এই সবগুলো পদ্ধতিকে অকেজো করে দেওয়ার মতো হ্যাকিং সফটওয়্যার নেই, এমন দাবি আমি করব না। তবে সান্ত্বনা এটুকুই, যদি এ ধরনের শক্তিশালী কোন সফটওয়্যার থাকেও তবে সেটা নিশ্চয়ই ফ্রি হবে না যে, আপনার-আমার প্রত্যেকের বাড়ির কাছের সাইবার ক্যাফেতে একটি করে ইনস্টল করা থাকবে! কাজেই আশা করা যায় হ্যাকারদেরকে ধোকা দেওয়ার জন্য এ পদ্ধতিগুলোই আপনার জন্য যথেষ্ট হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।