আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম ট্রাজেডি – আর কিছু সহজ আত্মকথন

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

চট্টগ্রামে বিপর্যয়ের খবর সংবাদপত্রে পড়েছি, টিভি নিউজে দেখেছি । ভূমিধ্বসের মর্মান্তিক এই ঘটনা দেখে আহত হয়েছি, কষ্ট পেয়েছি । এক একটা প্রাকৃতিক দুর্যোগে,সাধারণ মানুষের দুর্ভোগ আর স্বজন হারানোর বেদনা এভাবেই আমাদের হেঁয়ালী মনকে প্রশ্নবিদ্ধ করে কিছু সময় ধরে নাড়া দিয়ে যায় । ব্যাস এই পযর্ন্তই ...। আমি কি কিছু করতে পারি ? কিভাবে ? এই জাতীয় প্রশ্ন সফল উত্তরণের পথ পাবে না বিধায় উথ্থাপনের আগেই হারায় ।

ব্লগে চট্টগ্রাম ট্রাজেডিতে এগিয়ে আসার আহবানে... আমি আবার তাড়িত হলাম আমার আর কি কি করার আছে ? আমি আর কি কি করতে পারি ? এই জাতীয় প্রশ্নে । ফোন করলাম চট্টগ্রামের এক বন্ধুকে... সে কেমন আছে, কি করছে, কি করা যায় এই সব প্রশ্নের উত্তর খুঁজতে । এই ফোন কলটা সত্যিই আমাকে আমার অনেকগুলো কিন্তুর জবাব দিয়ে দিলো । আমি : তোমাদের অবস্থা কি, কেমন আছো ? বন্ধুটা জানালো, শহরের যে জায়গায় সে থাকে সেখানেও গতকালের আগ পর্যন্ত প্রায় কোমড় পানি ছিলো । তাঁর নিজের বাসা তিনতলায় হওয়াতে তার বাসায় পানি যায়নি কিন্তু যারা নিচতলায় তাদের প্রায় সবার বাসায় পানি ঢুকেছে ।

আমি: দুর্গত এলাকাগুলো কি শহরের মধ্যেই নাকি শহর থেকে বেশ দূরে ? ও জানালো, বেশিরভাগ দুর্গত এলাকাগুলো শহরের মধ্যেই, কাছাকাছি । শুধু ক্যান্টনমেন্ট এলাকা একটু দূরে... এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানেও অনেক বেশী । গতকাল প্রধান উপদেষ্টাও ক্যান্টনমেন্ট এলাকা পরিদর্শন করেছেন । আমি: কি ধরণের সাহায্য দরকার হচ্ছে তাদের, কি কি সাহায্য করা যায় ? এখনও অনেক জায়গায় পানি... অনেক মানুষ কাজে যেতে পারছে না । তাদের অনেকের বাসায় খাবার সংকট,না খেয়ে থাকতে হচ্ছে ।

এক ঝটকায় আমার তখন মনে পড়ল, তাইত এই দেশের অনেকেই ত দিন আনে দিন খায়, কাজ না থাকার কারণে তাদের অবস্থা এই দুর্যোগে নিশ্চয়ই আরও সঙ্গীন । আমার বন্ধু জানালো, তারা তাদের নিজেদের অফিস থেকে সবাই টাকা তুলে চিড়া,রুটি,বিস্কুট ইত্যাদি শুকনো খাবার কিনে তাদের আশে পাশের দুর্গত লোকদের সহায়তা করেছে । আমার মনে হলো আমি আমার কিন্তুগুলোর জবাব পেয়ে গেছি । অনেকেই ত সাহায্য করছে ... এগিয়ে গেছে । তাদের দরকার অনেক বড় সাহায্য ।

আমার ছোট্ট একটু হেল্প আর কিইবা তাদের উপকৃত করতে পারে ? না আমি ভুল ...বন্ধুর কথা শুনেই বুঝলাম অল্প কিছু শুকনো খাবারও যদি পৌঁছে দিতে পারি পানিবন্দী, কাজহীন মানুষগুলোর কাছে সেইবা কম কিসে । আমার কিছুই করার নেই , আমি কিইবা করতে পারি কথাগুলো আসলেই ভুল... কথাগুলো আসলেই escapist অলস মানুষদের । আমারও কিছু করার আছে, হয়ত আমার নিজের জায়গাতে থেকেই কিংবা ঘর হইতে দুই পা মেলিয়া হোক সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.