আমাদের কথা খুঁজে নিন

   

জান্নাতের বিয়ে( পর্ব-৭)

আমি একজন নিরাপদ ব্লগার

ফরহাদ ভাই ইতিমধ্যে জড়িয়ে পড়েছেন হিজবুত তাহরীর নামক সংগঠনের সাথে । যে ছেলে নামায কি জিনিস চিনত না,সে ছেলে নিয়মিত মানুষকে ডাকছে নামাযের দিকে? প্রতি শুক্রবার প্রোগ্রাম থাকে ফার্মগেটে । আমাকে ফরহাদ ভাই বুঝানোর চেস্টা করে ইসলাম এর সৌন্দর্য আর খিলাফতের কথা। সবার আগে খিলাফাত চাই তাহলে আমরা সব কিছু পাব। তাদের লেকচারের সিডি, ইংরেজী আর্টিকেল সমৃদ্ধ বই আমার হাতে ধরিয়ে দেয়।

আমি এগুলো নেড়ে চেড়ে দেখি আর হাসি। মানুষগুলো যদি ইসলামী না হয় তাহলে ইসলামী রাষ্ট্র (খিলাফত ) হবে কিভাবে? প্রথমে দরকার মানুষগুলোকে সংশোধন তারপর ইসলামী রাষ্ট্র এমনিতেই কায়েম হয়ে যাবে। ফরহাদ ভাই তার বোনকে তার দলে ভিড়ানো চেষ্টা করেন। ইত্যিমধ্যে সে তাহরীরে যোগদান করে। ফলে তার বেশ ভুষার পরিবর্তন মানে এই পুতুলের মত পোশাক।

এদিকে কাজল এর বাবা অসুস্থ । তার হার্টে সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে কাজলকে। তার এ বিপদের দিনে কেউ পাশে এসে দাড়াচ্ছে না। আর জান্নাত সে তো গোধুলির আলো।

কাজল বুঝতে পারে তার মা বাবা ভাই বোন ই তার একমাত্র আপন লোক। আর সবই মিথ্যা । অবশেষে কাজলের বাবা মৃত্যু বরণ করলেন । অন্যান্যদের সাথে জান্নাতও এল দেখতে । নীরবে কিছুক্ষন অশ্রু বিসর্জন আর হায় হুতাশ ।

যে মানুষগুলোকে মরতে হবে, সে মানুষগুলো কেন যে বুঝতে চায় না তার নিশ্চিত মৃত্যুর কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.