আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৪)



[লেখক-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান] বিস্তারিত ব্যাখ্যা প্রসঙ্গে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বৈশিষ্ট্যপূর্ণ ভৌগোলিক অবস্থানের উল্লেখ করা যায়। উত্তরে হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝখানে সংকীর্ণ পরিসরের এই দেশের পূর্বে এশিয়া এবং পশ্চিমে দক্ষিণ এশিয়া। বাংলাদেশ এ দুটি অঞ্চল বা দুটি উপ-মহাদেশের সেতুবন্ধস্বরূপ। এই কারণে আঞ্চলিকভাবে এবং সার্বিক বিশ্ব-পরিস্থিতিতে বাংলাদেশের বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। এ কারণেই সুদূর অতীত থেকে এই গুরুত্বপূর্ণ সেতুবন্ধের দখল ও কর্তৃত্ব লাভের জন্য পূর্ব ও পশ্চিম থেকে এদেশে বারংবার আক্রান্ত হয়েছে।

শুধু তাই নয়, এদেশের জমির উর্বরাশক্তি এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য শত-বর্ষ ধরে বারংবার আক্রমণকারীদের এদেশ আক্রমণে প্রলুব্ধ করে এসেছে; যে কারণে আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক শাসন ও পরিপূর্ণ শোষণের শিকার হয়েছি। এই মহান দেশের জনগণ দুর্বল হয়ে থাকলে ভবিষ্যতের সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নব্য উপনিবেশবাদ ও সাংস্কৃতিক সাম্রাজ্রবাদের শিকার হয়ে পড়তে পারে। সেজন্য এদেশের জনগণকে নিজেদের সত্তা রক্ষা এবং দেশের প্রতিটি ইঞ্চি জমি রক্ষার ব্যবস্থা শিখতে হবে। আমাদের ভাষা বাংলা। অন্যান্য দেশেও বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, যাদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য রয়েছে।

তারা পৃথক সত্তা, আদর্শ, বিশ্বাস, আকাঙ্খা ও মননশীলতার অধিকারী; তাদের মানসিকতা ভিন্ন এবং তারা প্রথক দেশের অধিবাসী। সেজন্য বাংলা ভাষাভাষী হলেও আমাদের যথার্থ পরিচয় বাংলাদেশী। দেশজ কৃষ্টির ধারক ও বাহক আমাদের সংস্কৃতির রয়েছে বিকাশ ও সমৃদ্ধি, প্রাপ্তির এক অনন্যসাধারণ ঐতিহ্য--যা বলিষ্ঠ স্বকীয় বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যে সমুজ্জল। আমাদের মহান স্বাধনতা যুদ্ধ দেশের সংস্কৃতিকে দিয়েছে যে দুর্বার শক্তি, সেই চেতনার আলোকে এই সংস্কৃতির নিজস্ব পৃথক সত্তা ও বৈশিষ্ট্য আরো মহিমান্বিত রূপলাভ করেছে। বাইরে থেকে আমাদের সংস্কৃতিকে নস্যাৎ করার অপচেষটা চলছে এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদী চক্রান্তের ছত্র ছায়ায় আন্তর্জাতিক ধুয়া তুলে একে বিদেশী রূপ দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

আগের পর্বগুলি পড়ুন: বাংলাদেশী জাতীয়তাবাদ বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-২) বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.