আমাদের কথা খুঁজে নিন

   

'সে বঙ্গবীর নুর হোসেন ' .আমাদের সেই 'নুর হোসেন' নিয়ে শ্রেষ্ঠ গানটি

শহীদ নুর হোসেন নামটা আমাদের সবারই জানা। নুর হোসেন একটি ইতিহাস, একটি সংগ্রামের সফল নাম। ঢাকার রাস্তায় স্বৈরাচার আন্দোলনে উদ্যম শরীরে বুকে ও পিঠে যার লিখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক , গণতন্ত্র মুক্তি পাক ‘ । সেই সাহসী নুর হোসেন মিছিলে সবার আগে শ্লোগানে শ্লোগানে ঢাকার রাজপথ কাঁপিয়ে হাঁটছিল । হঠাৎ জিরো পয়েন্টের কাছে আসা মাত্রই সেদিনের অত্তাচারি শাসক গোষ্ঠীর পুলিশ বাহিনীর গুলিতে যার বুক ছিদ্র হয়ে গিয়ে ঢাকার পিচ ঢালা পথ রক্তাক্ত হয়েছিল সেই নুর হোসেন আমাদের গর্বিত ইতিহাস হয়ে ঠাই করে নিয়েছে ।

যার জন্ম হয়েছিল সংগ্রাম বুকে নিয়ে সেই নুর হোসেন তো সংগ্রামী হবেই । সেই নুর হোসেন ছিল আমাদের সেই আন্দোলনের এক অগ্নিঝরা নাম যার সাথে পরবর্তীতে ডাঃ মিলন এর নামটি যুক্ত হয়। নুর হোসেন দিয়ে শুরু মিলন দিয়েই সেই আন্দোলনের সফল পরিসমাপ্তি হয় । সেই নুর হোসেন এর কথা কি এই প্রজন্মের সবাই জানে? যারা জানে না তাদের জন্য খুব সহজে জানার একটি উপায় দিয়ে গেলাম যা শুধু গান নয় একটি ইতিহাস এর কথা বলে । সেই নুর হোসেন নিয়ে দুর্দান্ত একটি গান ছিল ৯৩ তে প্রকাশিত জনপ্রিয় ব্যান্ড 'প্রমিথিউস' এর ৩য় অ্যালবাম প্রজন্মের সংগ্রামে ।

যে গানটি দিয়েই অ্যালবামটি শুরু হয় । যা ছিল এক কথায় অসাধারন । পরবর্তীতে নুর হোসেন নিয়ে এতো দুর্দান্ত আর কোন গান পাওয়া যায়নি । প্রমিথিউস এর নুর হোসেন গানটি শুধু একজন নুর হোসেন এর কথা বলে তা নয়, সেই গানটি আমাদের স্বৈরাচার আন্দোলন এর উত্তাল দিনগুলোর কথা বলে। একটি গান যে কত অসাধারন ভাবে একটি ইতিহাস এর কথা বলতে পারে নুর হোসেন গানটি তার প্রমান ।

উল্লেখ্য যে প্রমিথিউস এর ২য় অ্যালবাম 'মুক্তির প্রত্যাশায়' অ্যালবাম এর প্রথম গান ছিল স্বৈরাচার আন্দোলন এর আরেক শহীদ ডাঃ সামসুল আলম খান মিলন কে নিয়ে যার দুটি লাইন ছিল ' ওগো মা তুমি কেঁদো না , মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী , উড়িয়েছি স্বাধীনতার পতাকা '। সেই গানটিও অসাধারন কথার অসাধারন অগ্নিঝরা ছিল । গান দুটি শুনলে আজো রক্ত টগবগ করে উঠে । মিলনের রক্ত - Click This Link নুর হোসেন - Click This Link বোনাস লিঙ্ক - প্রজন্মের সংগ্রাম অ্যালবাম লিঙ্ক - http://www.radiobg24.com/projonmer-shongram/ মুক্তির প্রত্যাশায় অ্যালবাম লিঙ্ক - http://www.radiobg24.com/muktir-prottashae/ অনলাইনে প্রথমবারের মতো প্রকাশিত অ্যালবামগুলোর লিঙ্ক - ব্যান্ড মিক্সড 'তানপুরা' - http://www.radiobg24.com/tanpura/ কেউ সুখী নয় - http://www.radiobg24.com/kew-sukhi-noy/ একটি http://www.radiobg24.com এর নিবেদন  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.