আমাদের কথা খুঁজে নিন

   

ঢেঁকি

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

ঢেঁকি। অতিতের এটি একটি শিল্প। হারিয়ে যাচ্ছে বাঙালী জাতির কৃষ্টি ও ঐতিহ্যের প্রতিক ঢেঁকি। গ্রামে গঞ্জে ঢেঁকিতে ধান ভানা হতো। ছিলনা তখন রাইছ মিল বা ধান ভাঙ্গার কল।

তাছাড়া নবান্ন উৎসবের ধান ভানা ও পিঠা পায়েশ বানানোর জন্য চালের গুড়া পেতে ঢেঁকির বিকল্প ছিলনা। কারো বাড়ীতে বাড়ালো ঘরে রাখা হতো ঢেঁকি। ২ জন মহিলা মিলে ঢেঁকির পেছন দিক থেকে পায়ের দ্বারা চাপ দিলে ঢেকি তার নিজ কাজ করতো। সাথে ঢেঁকি ছিলো অতপ্রোতভাবে জড়িত। শিল্পী সাহিত্যিক ও কবিদের ভাষায় শোনা যেত ‘ধান বানেরে ঢেঁকিতে পাড় দিয়া’।

কিন্তু সেই অতীতের কবি শিল্পীর ছন্দ বা গানের সুর আর শুনা যয়না। মূল্যায়ন এখন আর নেই। যন্ত্র চালিত ধান ভাঙ্গার মেশিনের কাছে হেরে গেছে ঐতিহ্যবাহী ঢেঁকি। বর্তমান প্রজন্ম ঢেঁকি নামে কোন বন্তুর সাথে পরিচিত নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঢেঁকি হবে একটি রূপকথার কল্পকাহিনী।

কালের আবর্তে বাঙালীর সেই ঢেঁকি বিলুপ্ত হয়ে গেছে। এখন আর চোখে পড়ে না গ্রামে গঞ্জের কোন বাড়িতে ধান বানার ঢেঁকি। এক সময় গ্রামের প্রতিটি ঘরে ঘরেই ছিলো ঢেঁকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.