আমাদের কথা খুঁজে নিন

   

অদৃষ্ট/ শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

কাউকে দোষি না__কোনো ক্রিমিনাল, কিংবা প্রতারক কাউকে দায়ি করিনা__ সব দায় আমার কেবল আমার। আমি বহুবার শিশুর মতোন হাঁটতে স্বাবলম্বি হাঁটতে চেয়েছি আমি বোবার মতোন বলতে চেষ্টা করেছি অথচ বিধি বাম কানা কানা খেলতে ধনের গড়া টপকায় আমার বাম বাজার সিংহাসনে বসার অনুশীলন করতে আমি ধপ্পাস পড়ে যাই।

অদৃষ্ট আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রাখে অনিবার্য নিয়তি গরুর খুঁটিতে রশিতে বেঁধে রাখে আমি দোষি না কাউকে দোষ আমার অদৃষ্টের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।