আমাদের কথা খুঁজে নিন

   

ছাদের কার্ণিশে কাক - ০৭

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । ।



বেলা: এটা কীভাবে সম্ভব? ফ্রিজের মধ্যে হাতি কিভাবে ঢুকাবো? সরণ: ট্রাই করে দেখেন বেলা: এটা কী খেলনা হাতি? সরণ : না, খেলনা হাতি না বেলা: তবে কি হাতি জবাই করে মাংসগুলো ঢুকাতে হবে? সরণ: হলো না, টাইম শেষ। বেলা: ওকে আপনি আনসার বলেন। সরণ: খুব ইজি। ফ্রিজের দরজা খুলবেন, হাতিটা ঢুকিয়ে দিবেন, দরজাটা বন্ধ করে দিবেন।

বেলা: হি: হি: হি:। ফ্রিজের মধ্যে হাতি ঢুকবে নাকি? সরণ: ওটা বিষয় না। এ প্রশ্নের ট্রিকস হলো - আপনি একটি বিষয়কে কতো সহজে ভাবতে পারেন। বেলা: ধ্যুত, এটা ফালতু উত্তর। সরণ: ওকে, নেক্সট প্রশ্নে যাবো? বেলা: বলেন সরণ: আচ্ছা, এবার বলেন তো একটা ফ্রিজের মধ্যে একটা জিরাফ কিভাবে ঢুকাবেন? বেলা: ইজি।

সরণ: কিভাবে? বেলা: আগের মতো করে। সরণ: আহা, আগের মতো করে কীভাবে , ওটা বলেন। বেলা: দরজা খুলবো, জিরাফ ঢুকাবো, দরজা বন্ধ করে দিবো। সরণ: হা হা হা, হয়নি। বেলা: কেন? সরণ: আপনি জিরাফ ঢুকানোর আগে হাতিটা বের করবেন না? বেলা: মানে? সরণ: আপনি আগে ভেতরের হাতিটা বের করবেন, তারপর জিরাফ ঢুকিয়ে দরজা বন্ধ করবেন।

বেলা: না, না। এটা হবে না। আপনি তো বলেননি - হাতি তখনো ফ্রিজের ভেতরে রয়ে গেছে। সরণ: হা হা হা, ও জন্যই তো শুরুতে বলেছি - এটা এক ধরণের মেমরি টেস্ট। বেলা: হি: হি: সরণ: ওকে নেক্সট প্রশ্ন।

বেলা: কি? সরণ: বলেন তো দেখি, বনে একটা মিটিং হচ্ছে। বনের রাজা সিংহ মিটিং কল করেছে। সব প্রাণী গিয়েছে, একটা প্রাণী যায়নি। ঐ প্রাণীটা কে? বেলা: বাঘ সরণ: কেন? বেলা: বাঘ যায়নি - - - সরণ: কেন যায়নি ওটা বলেন! বেলা: বাঘ আর সিংহের দ্বন্দ্ব, তাই বাঘ যায়নি। হয়েছে? সরণ: না হয়নি :-) বেলা: কেন? তাহলে কে যায়নি? সরণ: হা হা হা।

আপনি যে একটু আগে জিরাফকে ফ্রিজে ঢুকিয়ে দিলেন, ভুলে গেছেন? ঐ জিরাফটা মিটিংয়ে যায় নি। বেলা: উহ! না ! এটাও হবে না। আপনি চিট করছেন। সরণ: কিভাবে? বেলা: আপনি বলেননি এটা আগের প্রশ্নের সাথে রিলেটেড। সরণ: কেন? আমি তো আগেই বলেছি - আপনার মেমরি টেস্ট চলছে।

বেলা: :-( সরণ: ওকে নেক্সট কোয়েশ্চন। বেলা: আরো আছে? সরণ: এটা শেষ। বেলা: ওকে সরণ: আচ্ছা, এবার বলেন - মনে করেন, আপনি একটা নদীর ধারে দাড়িয়ে। আপনাকে এপার থেকে ওপারে যেতে হবে। ঘাটে একটা নৌকা বাঁধা।

সমস্যা হলো - নদীতে সব সময় অনেকগুলো কুমির কিলবিল করে। আপনি কীভাবে পার হবেন? বেলা: এটা তো কঠিন প্রশ্ন। সরণ: চেষ্টা করে দেখেন বেলা: আশেপাশের ব্রিজ দিয়ে চলে যাবো। :-) সরণ: না, আশেপাশে কোন ব্রিজ নেই। বেলা: তাহলে অনেক দূর হেঁটে অন্য উপায় বের করবো।

সরণ: উঁহু, অন্য উপায় নেই। আপনাকে ঐ ঘাট দিয়েই পার হতে হবে। বেলা: ছ্যাত, পারবো না। এরকম কঠিন প্রশ্ন - - - সরণ: হা হা, সোজা। আপনি ঘাটে বাঁধা ঐ নৌকা নিয়েই পার হয়ে যাবেন।

বেলা: তাহলে কুমির? সরণ: হো: হো:, আপনি ভুলে গেছেন? একটু আগে বলছিলাম - বনের সব প্রাণী মিটিংয়ে গেছে। কুমিরগুলোও নিশ্চয় ওখানে গেছে! বেলা: এটাও কী আগের সাথে রিলেটেড ছিল? সরণ: আমি আপনাকে বারবার বলছি, আপনার মেমরি টেস্ট হচ্ছে। বেলা: ছি: ছি:। একটাও পারলাম না। সরণ: এটা এরকমই।

মন খারাপ করবেন না। বেলা: তাহলে এবার আমি আপনার মেমরি টেস্ট করি? সরণ: করেন! বেলা: বলেন তো, আমার জন্মদিন কবে? সরণ: আজ হলো ২৫ তারিখ। কাল আপনার জন্মদিন, ২৬ আগস্ট। বেলা: থ্যাংকস!!! পেরেছেন। সরণ: অ্যাডভান্স হ্যাপি বার্থ ডে! বেলা: আবারো থ্যাংকস! সরণ: মাই প্লেজার! বেলা: আপনি কী আমার একটা প্রশ্নের সিরিয়াসলি জবাব দিবেন? সরণ: কি প্রশ্ন? বেলা: খুব পারসোনাল প্রশ্ন।

সরণ: করেন বেলা: আপনার গার্লফ্রেন্ড আছে? আই মিন, প্রেম করছেন? সরণ: হা: হা:, আপনি ঐ একটা জায়গায় ঘুরপাক খাচ্ছেন? বেলা: মাইন্ড করলেন? সরণ: না, শুনেন, আমি প্রেম করছি না, সে রকম কোন বান্ধবীও নেই। বেলা: কেন? সরণ: জানি না, কেউ হয়তো পছন্দ করেনি ;-( বেলা: আপনি কাউকে পছন্দ করেছিলেন? সরণ: কঠিন প্রশ্ন! বেলা: আজ আসি, আম্মু খেতে ডাকছে। পরে কথা হবে। সরণ: ভালো থাকবেন বেলা: আপনিও! সরণের কোন বান্ধবী নেই, প্রেম করছে না; এটা ভাবলে বেলার ক্যামন জানি ভালো লেগে উঠে। বেলা জানে না, কেন ভালো লাগে।

সরণও পাল্টা জানতে চাইতে পারতো - বেলার পছন্দের কেউ আছে কিনা। অথচ কিচ্ছু জিজ্ঞেস করেনি। এ জায়গাটিতেই সরণ অদ্ভুত । আজ নেটে সময়টুকু খুব তাড়াতাড়ি কেটে গেল। (চলবে...)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।