আমাদের কথা খুঁজে নিন

   

ছাদের কার্ণিশে কাক - ০৪

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । ।



সরণ: হাই, আর ইউ দেয়ার? বেলা: হ্যালো! আপনি!!!! সরণ: হ্যাঁ আমি, অবাক হলেন নাকি? বেলা: আপনাকে ম্যাসেঞ্জারে পাবো ভাবিনি সরণ: ও, আমি ইয়াহু ম্যাসেঞ্জারে আসি না, বলেছিলাম বেলা: মেইল পেয়েছেন? সরণ: পেয়েছি বেলা: রিপ্লাই করেননি কেন? সরণ: স্যরি, টাইম পাইনি বেলা: নাকি ভাব দেখাচ্ছেন? সরণ: না না, ভাব দেখাবো কেন? বেলা: হয়তো ভাবছেন - আমি এরকম অনেকের সাথে মেইলে টাংকি মারি সরণ: মারেন নাকি? বেলা: আপনি যা ভাবেন সরণ: আমি কিন্তু স্যরি বলেছি বেলা: ওকে, নো প্রবলেম বেলা: কি করছেন? সরণ: মেইল চেক করছি, আর গান শুনছি বেলা: কার গান? সরণ: নজরুল সংগীত বেলা: কোনটা শুনছেন? সরণ: নীলাম্বরী শাড়ী পরে নীল যমুনায়, কে যায়, কে যায়? - শুনেছেন? বেলা: হুম, আমি মোহাম্মদ রফির কন্ঠে শুনেছি। আপনারটা কে গাইছে। সরণ: মনে হয়, মোহাম্মদ রফি। শিল্পীর নাম জানি না।

বেলা: কোন অ্যালবাম? সরণ: জানি না, নজরুল সংগীতের এমপি থ্রি কপি করেছিলাম। বেলা: আচ্ছা, নজরুল গীতি আর নজরুল সংগীতের পার্থক্য জানেন? সরণ: না জানি না, আপনি জানেন? বেলা: আমিও জানি না সরণ: গীতির মধ্যে মনে হয় দলগতভাবে গাওয়ার ব্যাপার আছে বেলা: এনিওয়ে, আপনার সম্পর্কে কিছু জানা হলো না সরণ::-) বেলা: বলেন সরণ: কী বলবো? বেলা: নিজের সম্পর্কে বলেন সরণ: আপনি প্রশ্ন করেন, আমি জবাব দিবো বেলা: নাম বলেন সরণ: আমার নাম সরণ, এটা যথেষ্ঠ না? বেলা: বার্থ ডে কবে? সরণ: সেপ্টেম্বর ৭ বেলা: ইয়ার বলা যাবে না? সরণ: হা হা, আপনার বার্থ ডে কবে? বেলা: ২৬শে আগস্ট সরণ: ইয়ার বলবেন? বেলা: না :-) সরণ: তাহলে, আপনি হলেন আমার চেয়ে ১২ দিনের সিনিয়র বেলা: মজার ব্যাপার! সরণ: আপনাকে কী আপু ডাকতে হবে? বেলা: আমার ধারণা আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হবে। আপনাকে আংকেল ডাকবো? সরণ: হা হা হা, আপনার যা ইচ্ছা। বেলা: আংকেল, আন্টি কী করে? সরণ: আন্টি নেই? বেলা: নেই মানে? সরণ: এখনো বিয়ে করা হয়নি। বেলা: চিরকুমার থাকবেন? সরণ: মনে হয় না।

দুলাভাই কী করে? বাচ্চারা ভালো আছে? বেলা: দুলাভাই মানে? সরণ: দুলাভাই মানে, আপনার হাজবেন্ড বেলা: ফাজলামি করবেন না, আমার এখনো বিয়ের বয়স হয় নি সরণ: ভার্সিটিতে পড়েন, এখনো আঠারো ক্রস করেননি? বেলা: আপনি খুব ট্যাকনিক্যালি আমার বয়সটা জেনে নিচ্ছেন। সরণ:;-)। আপনার বন্ধুরা আজ চ্যাটে আসেনি? বেলা: আছে, কনফারেন্স চলছে। শীলা গান গাইছে। সরণ: কী গান? বেলা: হি হি, সিনেমার গান - 'ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না' সরণ: হা হা হা, মজার তো।

বেলা ডিড নট রিসিভ ইউর ম্যাসেজ, সীমস টু বী অফলাইন সরণ: হ্যালো, আছেন? বেলা ডিড নট রিসিভ ইউর ম্যাসেজ, সীমস টু বী অফলাইন (চলবে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।