আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র নারী না পুরুষ?!



বাংলাসাহিত্যের এক মহিলা কবি বলেছিলেন সমুদ্র তার কাছে পুরুষ। উদাহরণ স্বরুপ তিনি বলেছিলেন। তিনি একবার কোমর পরিমাণ পানিতে নেমে সমুদ্র দর্শন করছিলেন। হঠাত ঢেউ এসে তাকে চিত করে ফেলে দিল। সে পড়ে যেতেই সমুদ্রের জল হুড়মুড় করে তার শাড়ীটাকে উপরের দিকে তুলে দিল আর সমুদ্রের বালি জল মিলে তার ভাষায় অনেকটা তাকে ধর্ষনই করল।

চিন্তা করলে তাই। তবে মহাত্বা পাবলো নেরুদা বলেন ভিন্ন কথা। তিনি বলেন সমুদ্র খুব কামুক নারী। কারণ চিলির সমুদ্রে একবার নেমে তার যে অভিজ্ঞতা হয়েছে তাতে তাই প্রমাণ হয়। সমুদ্র প্রথমে দোলা দিয়ে তাকে গরম করে তোলে।

সে নিজেকে সমুদ্রের হাতে তুলে দেয়। আর সমুদ্র তার সাথে সঙ্গম সারে। দুজনের কথাই ঠিক মনে হয়। একবার ভেবে দেখুন তো নিজে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.